০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পান্থর উপস্থাপনায় ‘স্টারগল্প’, অতিথি জুয়েল আইচ-তারিক আনাম খান

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১৬০১৯ Time View

প্রকাশিত: ১৮:০১, ১ অক্টোবর ২০২৫  

সেলিব্রেটি আলাপচারিতা অনুষ্ঠান ‘স্টারগল্প’ আবারো নতুন রূপে ফিরেছে। দ্বিতীয় সিজনের অতিথি হিসেবে হাজির হয়েছেন দুই কিংবদন্তি শিল্পী—বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনয় জগতের শক্তিমান অভিনেতা তারিক আনাম খান। পুরো আয়োজনটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও লেখক পান্থ আফজাল। 

প্রথম সিজনের তুলনায় এবার শোটির কাঠামো ও পরিবেশে এসেছে নতুনত্ব। দুই তারকার সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে তাদের শৈশব, শিল্প জীবনের উত্থান-পতন, জীবনের দর্শন, সামাজিক অসঙ্গতি নিয়ে খোলামেলা মত, প্রেরণাদায়ী অভিজ্ঞতা এবং বহুদিনের অজানা গল্প। 

ঘরোয়া সেট, অভিনব আলোকসজ্জা আর আন্তরিক আড্ডামুখর পরিবেশ অনুষ্ঠানটিকে দিয়েছে আলাদা মাত্রা। অনুষ্ঠানটি গ্রন্থণা ও পরিচালনায় ছিলেন মনজুরুল হক মঞ্জু, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফিহা মাল্টিমিডিয়ার কর্ণধার উজ্জ্বল রহমান। 

উপস্থাপক পান্থ আফজাল বলেন, “স্টারগল্প শুধু বিনোদনের জন্য নয়; বরং এটি তারকাদের অন্তর্জগৎ জানার এক সৃজনশীল প্ল্যাটফর্ম। এখানে নেই সাজানো প্রশ্ন বা জবাব—আছে বাস্তবতা, অভিজ্ঞতা আর জীবন-মাটির গন্ধ।” 

খুব শিগগির এই ব্যতিক্রমী আয়োজন দেখা যাবে গ্লামআর্টস ইউটিউব চ্যানেল ও গ্লামআর্টস ফেসবুক পেজে। সামনে আরো চমক থাকছে—নাটক, চলচ্চিত্র, সংগীত ও থিয়েটারের পরিচিত তারকারা হাজির হবেন ‘স্টারগল্প’-এর পরবর্তী পর্বগুলোতে।

ঢাকা/রাহাত/শান্ত

ট্যাগঃ

পান্থর উপস্থাপনায় ‘স্টারগল্প’, অতিথি জুয়েল আইচ-তারিক আনাম খান

সময়ঃ ১২:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

প্রকাশিত: ১৮:০১, ১ অক্টোবর ২০২৫  

সেলিব্রেটি আলাপচারিতা অনুষ্ঠান ‘স্টারগল্প’ আবারো নতুন রূপে ফিরেছে। দ্বিতীয় সিজনের অতিথি হিসেবে হাজির হয়েছেন দুই কিংবদন্তি শিল্পী—বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনয় জগতের শক্তিমান অভিনেতা তারিক আনাম খান। পুরো আয়োজনটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও লেখক পান্থ আফজাল। 

প্রথম সিজনের তুলনায় এবার শোটির কাঠামো ও পরিবেশে এসেছে নতুনত্ব। দুই তারকার সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে তাদের শৈশব, শিল্প জীবনের উত্থান-পতন, জীবনের দর্শন, সামাজিক অসঙ্গতি নিয়ে খোলামেলা মত, প্রেরণাদায়ী অভিজ্ঞতা এবং বহুদিনের অজানা গল্প। 

ঘরোয়া সেট, অভিনব আলোকসজ্জা আর আন্তরিক আড্ডামুখর পরিবেশ অনুষ্ঠানটিকে দিয়েছে আলাদা মাত্রা। অনুষ্ঠানটি গ্রন্থণা ও পরিচালনায় ছিলেন মনজুরুল হক মঞ্জু, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফিহা মাল্টিমিডিয়ার কর্ণধার উজ্জ্বল রহমান। 

উপস্থাপক পান্থ আফজাল বলেন, “স্টারগল্প শুধু বিনোদনের জন্য নয়; বরং এটি তারকাদের অন্তর্জগৎ জানার এক সৃজনশীল প্ল্যাটফর্ম। এখানে নেই সাজানো প্রশ্ন বা জবাব—আছে বাস্তবতা, অভিজ্ঞতা আর জীবন-মাটির গন্ধ।” 

খুব শিগগির এই ব্যতিক্রমী আয়োজন দেখা যাবে গ্লামআর্টস ইউটিউব চ্যানেল ও গ্লামআর্টস ফেসবুক পেজে। সামনে আরো চমক থাকছে—নাটক, চলচ্চিত্র, সংগীত ও থিয়েটারের পরিচিত তারকারা হাজির হবেন ‘স্টারগল্প’-এর পরবর্তী পর্বগুলোতে।

ঢাকা/রাহাত/শান্ত