কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫৩, ৩ অক্টোবর ২০২৫ আপডেট: ২২:৫৮, ৩ অক্টোবর ২০২৫
ফাইল ফটো
কক্সবাজারের টেকনাফে নিখোঁজের তিনদিন পর জোবায়ের (২৮) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর সাগরে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে জোবায়ের নিখোঁজ হন বলে জানান স্বজনেরা।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘‘শাহপরীর দ্বীপ সংলগ্ন ঘোলারপাড়া এলাকায় একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।’’
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর বলেন, “মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে স্বজনেরা এসে মরদেহটি জোবায়েরের বলে শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/তারেকুর/রাজীব
Sangbad365 Admin 













