চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২৩:০৫, ৬ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে বাম সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গঠিত ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল এ স্মারকলিপি হয়েছে।
পরে চাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলটির প্রার্থীরা দাবিগুলোর বিস্তারিত তুলে ধরেন।
স্মারকলিপিতে প্যানেলটির দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের প্রেসে নিরাপত্তার সঙ্গে ব্যালট ছাপানো, প্রতিটি ব্যালটে সিরিয়াল নম্বর সংযোজন, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার এবং প্রতিটি ভোটকেন্দ্রে প্রতিটি প্যানেলের অন্তত একজন পোলিং এজেন্ট রাখা।
এছাড়া, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করা, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালট, নারী ভোটারদের নিরাপত্তা এবং শহর টু ক্যাম্পাসে যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থার দাবি জানানো হয়।
আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত চাকসু নির্বাচন। চাকসু ও হল সংসদের নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ৯০৭ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা/মিজান/মেহেদী
Sangbad365 Admin 













