০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১৬ মাসে কুরআনের হাফেজ হলো ১১ বছর বয়সি শিহাব

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ১৬০০৯ Time View

পঞ্চগড় প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ৯ অক্টোবর ২০২৫  

পঞ্চগড়ে মাত্র ১৬ মাসে পবিত্র কুরআনুল কারিম মুখস্থ করে হাফেজ হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছে শাহরিয়া প্রধান শিহাব নামে ১১ বছর বয়সি এক কিশোর। তার এই অর্জনে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেববাজার এলাকার হলি কুরআন নুরানী কিন্ডারগার্টেন মা্দরাসায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। মাদ্রাসার পক্ষ থেকে তাকে দেওয়া হয় রাজকীয় বিদায়।

শিহাব ওই ইউনিয়নের নালাগছ গ্রামের মনিরুজ্জামান প্রধানের ছেলে। 

মাদরাসা সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে শিহাব ওই মাদ্রাসায় ভর্তি হয়। নিয়মিত পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের যত্নে মাত্র ১৬ মাসের মধ্যেই সে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হয়। তার এই অসাধারণ সাফল্যে শিক্ষক, সহপাঠী ও অভিভাবক সবাই মুগ্ধ ও গর্বিত। অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

পরে এক সুসজ্জিত মাইক্রোবাসে তাকে বসিয়ে মোটরসাইকেল বহরের মধ্য দিয়ে রাজকীয় সম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

নিজের অনুভূতি জানাতে গিয়ে শিহাব বলেন, “আমাদের মাদ্রাসার শিক্ষকরা অনেক যত্নসহকারে পড়ান। তাদের আন্তরিকতার কারণেই আমি এত অল্প সময়ে কুরআনের হাফেজ হতে পেরেছি। আমার জন্য সবাই দোয়া করবেন আমি বড় হয়ে একজন আলেম হতে চাই।”

তার বাবা মনিরুজ্জামান প্রধান বলেন, “এই মাদ্রাসার পরিবেশ খুবই ভালো। অল্প সময়ের মধ্যে আমার ছেলে ৩০ পারা কুরআনের হাফেজ হয়েছে। এটা আমাদের পরিবারের জন্য গর্বের। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সবার কাছে দোয়া চাচ্ছি, যেন সে বড় হয়ে একজন খাঁটি আলেম হতে পারে।”

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুর রহমান বলেন, “২০২১ সালে হলি কুরআন নুরানী কিন্ডারগার্টেন মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। শিহাব শুরু থেকেই মেধাবী ও মনোযোগী ছিল। কঠোর পরিশ্রমের ফলেই সে মাত্র ১৬ মাসে কুরআনের হাফেজ হতে পেরেছে। বর্তমানে আমাদের মাদ্রাসায় নুরানী বিভাগে ২২০ জন এবং হেফজ বিভাগে ২৫ জন শিক্ষার্থী রয়েছে।

ঢাকা/নাঈম/মেহেদী

ট্যাগঃ

১৬ মাসে কুরআনের হাফেজ হলো ১১ বছর বয়সি শিহাব

সময়ঃ ১২:০০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ৯ অক্টোবর ২০২৫  

পঞ্চগড়ে মাত্র ১৬ মাসে পবিত্র কুরআনুল কারিম মুখস্থ করে হাফেজ হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছে শাহরিয়া প্রধান শিহাব নামে ১১ বছর বয়সি এক কিশোর। তার এই অর্জনে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেববাজার এলাকার হলি কুরআন নুরানী কিন্ডারগার্টেন মা্দরাসায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। মাদ্রাসার পক্ষ থেকে তাকে দেওয়া হয় রাজকীয় বিদায়।

শিহাব ওই ইউনিয়নের নালাগছ গ্রামের মনিরুজ্জামান প্রধানের ছেলে। 

মাদরাসা সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে শিহাব ওই মাদ্রাসায় ভর্তি হয়। নিয়মিত পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের যত্নে মাত্র ১৬ মাসের মধ্যেই সে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হয়। তার এই অসাধারণ সাফল্যে শিক্ষক, সহপাঠী ও অভিভাবক সবাই মুগ্ধ ও গর্বিত। অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

পরে এক সুসজ্জিত মাইক্রোবাসে তাকে বসিয়ে মোটরসাইকেল বহরের মধ্য দিয়ে রাজকীয় সম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

নিজের অনুভূতি জানাতে গিয়ে শিহাব বলেন, “আমাদের মাদ্রাসার শিক্ষকরা অনেক যত্নসহকারে পড়ান। তাদের আন্তরিকতার কারণেই আমি এত অল্প সময়ে কুরআনের হাফেজ হতে পেরেছি। আমার জন্য সবাই দোয়া করবেন আমি বড় হয়ে একজন আলেম হতে চাই।”

তার বাবা মনিরুজ্জামান প্রধান বলেন, “এই মাদ্রাসার পরিবেশ খুবই ভালো। অল্প সময়ের মধ্যে আমার ছেলে ৩০ পারা কুরআনের হাফেজ হয়েছে। এটা আমাদের পরিবারের জন্য গর্বের। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সবার কাছে দোয়া চাচ্ছি, যেন সে বড় হয়ে একজন খাঁটি আলেম হতে পারে।”

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুর রহমান বলেন, “২০২১ সালে হলি কুরআন নুরানী কিন্ডারগার্টেন মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। শিহাব শুরু থেকেই মেধাবী ও মনোযোগী ছিল। কঠোর পরিশ্রমের ফলেই সে মাত্র ১৬ মাসে কুরআনের হাফেজ হতে পেরেছে। বর্তমানে আমাদের মাদ্রাসায় নুরানী বিভাগে ২২০ জন এবং হেফজ বিভাগে ২৫ জন শিক্ষার্থী রয়েছে।

ঢাকা/নাঈম/মেহেদী