প্রকাশিত: ১৭:৫৮, ১১ অক্টোবর ২০২৫ আপডেট: ১৭:৫৯, ১১ অক্টোবর ২০২৫
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ একাদশে দুইটি পরিবর্তন করা হয়েছে। তাসকিন ও হাসান নেই। মোস্তাফিজ-রিশাদ ফিরেছেন। আফগানিস্তান একাদশে কোন পরিবর্তন আনেনি।
প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের হারে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।আজ হারলেই সিরিজ হাতছাড়া হবে বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং মনপুত হয়নি। বোলিংয়ে খানিকটা লড়াই হয়েছিল। কিন্তু পর্যাপ্ত পুঁজি না থাকায় সেই লড়াইও ধোপে টেকেনি।
আফগানিস্তানকে আজ হারাতে হলে বাংলাদেশকে তিন বিভাগে অত্যন্ত ভালো ক্রিকেট খেলতে হবে। ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের স্বাচ্ছন্দের ফরম্যাট। অথচ এখানেই শেষ কয়েকটি সিরিজে ভালো সময় কাটছে না বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলে সমালোচনায় আরো বিদ্ধ হবেন ক্রিকেটাররা। তাইতো আজকের ম্যাচটি জয় অতি জরুরি। সেই লড়াই কতটুকু করতে পারে দেখার।
ঢাকা/ইয়াসিন
Sangbad365 Admin 












