প্রকাশিত: ১৭:৪১, ১৪ অক্টোবর ২০২৫
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি ওয়েব কোটস পিএলসির শেয়ারের দাম কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) ওয়েব কোটস পিএলসিকে চিঠি পাঠায় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে।
গত ২২ সেপ্টেম্বর ওয়েব কোটসের শেয়ার দর ছিল ১২ টাকা। ৮ অক্টোবর লেনদেন শেষে ডিএসইর শেয়ার দর দাঁড়িয়েছে ১৪.৯০ টাকায়। তবে, ১৩ অক্টাবর শেয়ার দর কিছুটা কমে দাঁড়ায় ১৩ টাকায়। কয়েক কার্যদিবসে ওয়েব কোটসের শেয়ার দর বেড়েছে ২.৯০ টাকা বা ১০.৩৪ শতাংশ।
এভাবে শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে সিএসই কর্তৃপক্ষ।
ঢাকা/এনটি/রফিক
Sangbad365 Admin 













