প্রকাশিত: ২৩:০৮, ১৪ অক্টোবর ২০২৫
কলম্বোর আকাশের মেঘ মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্ধারণ করল নারীদের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচের ভাগ্য। শ্রীলঙ্কার দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীর পর বৃষ্টির কারণে মাঠে আর নামা হয়নি নিউ জিল্যান্ডের। ফলে নির্ধারিত ম্যাচটি পরিণত হলো ‘নো রেজাল্ট’-এ। দুই দলকেই সন্তুষ্ট থাকতে হলো সমান পয়েন্টে।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ৬ উইকেটে ২৫৮ রান। যা এই আসরের কলম্বো পর্বে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ঘরের মাঠে স্পিনবান্ধব উইকেটে এমন রান যে প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারত, তা বলাই বাহুল্য।
দিনের নায়ক নিঃসন্দেহে নিলাক্ষিকা সিলভা। ইনিংসের শেষ দিকে নামিয়ে দেন তাণ্ডব। মাত্র ২৬ বলেই ঝড় তোলা হাফ-সেঞ্চুরি করেন! এই বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত দ্রুততম অর্ধশতক, আগের রেকর্ড ছিল বাংলাদেশের শর্না আখতারের ৩৪ বলে। নিজের পুরোনো রেকর্ড (২৮ বলে) ভেঙেই নতুন ইতিহাস গড়লেন শ্রীলঙ্কান ব্যাটার। ইনিংসে তিনি তুলে নেন ব্যক্তিগত চতুর্থ হাফ-সেঞ্চুরি এবং পেরিয়ে যান ওয়ানডেতে এক হাজার রানের মাইলফলক। যা ছুঁয়েছেন লঙ্কানদের মধ্যে মাত্র অষ্টম ক্রিকেটার হিসেবে।
তবে ম্যাচের শুরুটা গড়ে দিয়েছিলেন অধিনায়ক চামারী আথাপাত্থু ও তরুণ ওপেনার বিষ্মি গুনারত্নে। তাদের ১০১ রানের জুটি এনে দেয় দলকে শক্ত ভিত। আথাপাত্থু ফেরেন ৫০ রানে, আর বিষ্মি যোগ করেন ৪২। এরপর হাসিনি পেরেরা (৪৪) ও হর্ষিতা সমারাবিক্রমা (২৬) ইনিংস স্থিতিশীল করেন। তাদের পর নিলাক্ষিকার আগুনে ব্যাটে শেষ ১০ ওভারে আসে ৮০ রান। শেষ ওভারে একাই তোলেন ১৬ রান। পুরো ইনিংসটিকেই যেন রঙিন করে তোলেন তিনি।
নিউ জিল্যান্ডের পক্ষে অধিনায়ক সোফি ডিভাইন নিয়েছেন তিনটি উইকেট। তবে বাঁহাতি পেসার ব্রি ইলিংয়ের বোলিংও নজর কেড়েছে। মাত্র সাত ওভারেই দুই উইকেট তুলে নিয়েছেন তিনি।
কিন্তু সব হিসাব পাল্টে দিল হঠাৎ নেমে আসা কলম্বোর বৃষ্টি। ইনিংস বিরতির পর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ফলে নির্ধারিত ফল ছাড়াই ম্যাচ শেষ করতে বাধ্য হন আম্পায়াররা।
আগামী শুক্রবার শ্রীলঙ্কা মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে শনিবার নিউ জিল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান।
ঢাকা/আমিনুল
Sangbad365 Admin 













