ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৪০, ১৭ অক্টোবর ২০২৫ আপডেট: ১৭:৫৫, ১৭ অক্টোবর ২০২৫
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘গত দেড় যুগে দেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে তা উঠে এসেছ।’’
শুক্রবার (১৭ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, ‘‘২৪০ বিলিয়ন ডলার মানে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার। টাকার হিসেবে ২১ লাখ কোটি টাকা। দেশে এক বছরের বাজেট ৭ লাখ কোটি টাকা। তিন বছরের বাজেটের সমপরিমাণ টাকা প্রতি বছর লুটপাট করা হয়েছে।’’
তিনি বলেন, ‘‘লুটেরা পালিয়ে বিদেশে গিয়ে শান্তিতে বসবাস করছে। এই লুটেরাদের কথা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে সাইবার ফোর্স।’’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ লুটপাটের পক্ষে না। তারা লুটের বিপক্ষে, খুনের বিপক্ষে, খুনির বিপক্ষে। সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে জিয়া সাইবার ফোর্স গঠিত হয়েছে।’’
জিয়া সাইবার ফোর্স ঝিনাইদহ জেলা সমন্বয়ক মাহাবুবুর রহমানের সঞ্চালনায় ও জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজিবুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান বাবলু প্রমুখ।
ঢাকা/শাহরিয়ার/রাজীব
Sangbad365 Admin 














