০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে ইভান্সের নতুন রেকর্ড

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১৬০১৪ Time View

প্রকাশিত: ২৩:২৬, ২০ অক্টোবর ২০২৫  

মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে নিজের নাম লিখে ফেললেন ব্র্যাড ইভান্স। প্রায় আড়াই বছর পর টেস্টে ফেরা এই পেসার সোমবার (২০ অক্টোবর) হারারে টেস্টে দুর্দান্ত এক ইনিংসে আফগানিস্তানকে ১২৭ রানে গুটিয়ে দিয়ে তুলে নেন ৫ উইকেট, মাত্র ২২ রানে। যা জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রান খরচে ৫ উইকেট নেওয়ার রেকর্ড। এ যাত্রায় তিনি পেছনে ফেলেন হিথ স্ট্রিককে। যিনি ২৫ বছর আগে মাত্র ২৭ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

টস জিতে জিম্বাবুয়ের প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়াটা যেন সোনায় সোহাগা হলো। ইভান্স (৫/২২) ও ব্লেসিং মুজারাবানি (৩/৪৭) মিলে তছনছ করে দিলেন আফগান ব্যাটিং। আফগানিস্তানের টেস্ট ইতিহাসে এটি তাদের চতুর্থ সর্বনিম্ন ইনিংস এবং গত ছয় বছরে সর্বনিম্ন।

সবচেয়ে কম রান খরচায় ৫ উইকেট শিকারি জিম্বাবুইয়ান বোলার:
ব্র্যাড ইভানস: ৫/২২ বনাম আফগানিস্তান, হারারে ২০২৫।
হিথ স্ট্রিক: ৫/২৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ, পোর্ট অব স্পেন ২০০০।
ট্রাভিস ফ্রেন্ড: ৫/৩১ বনাম বাংলাদেশ, ঢাকা ২০০১।
ডেভিড ব্রেইন: ৫/৪২ বনাম পাকিস্তান, লাহোর ১৯৯৩।

মাত্র ২৮ বছর বয়সী ইভান্স আফগানিস্তানের শেষ সাত উইকেটের মধ্যে পাঁচটি তুলে নেন। এক সময় আফগানরা ছিল ৭৭/১। সেখান থেকে শেষ ৯ উইকেট হারায় মাত্র ৫০ রানে।

ব্যাট ও বল দুই দিকেই কার্যকর এই অলরাউন্ডারের নামটা আলোচনায় আসে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, পাকিস্তানের বিপক্ষে পার্থে রোমাঞ্চকর এক ম্যাচে। সেই ম্যাচেই ১ রানে ঐতিহাসিক জয় তুলে নেয় জিম্বাবুয়ে। আর শেষ ওভারে ১১ রান রক্ষা করে নায়ক হন ব্র্যাড ইভান্স। সেদিন তার বোলিং ফিগার ছিল ২৫ রানে ২ উইকেট। আর ব্যাট হাতে করেছিলেন মূল্যবান ১৯ রান (১৫ বলে)।

গত কয়েক বছর চোটে জর্জরিত ছিলেন তিনি। তবে ধীরে ধীরে আবার ফিরছেন ছন্দে এবং এবার তিন ফরম্যাটেই নিজের উপস্থিতি দৃঢ়ভাবে জানান দিচ্ছেন ব্র্যাড ইভান্স।

আফগানিস্তানকে প্রথম ইনিংসে মাত্র ১২৭ রানে অলআউট করে জিম্বাবুয়ে ২ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে প্রথম দিন শেষ করেছে। লিড নিয়েছে ৩ রানের। ব্রিয়ান বেনেট ৬ ও নিক ওয়েলচ ৪৯ রান করে আউট হয়েছেন। বেন কুরান অপরাজিত ৫২ ও ব্রেন্ডন টেইলর অপরাজিত আছেন ১৮ রানে। তারা দুজন আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

জিম্বাবুয়ের দুটি উইকেটই নিয়েছেন আফগানিস্তানের জিয়াউর রহমান।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

ট্যাগঃ

জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে ইভান্সের নতুন রেকর্ড

সময়ঃ ১২:০০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

প্রকাশিত: ২৩:২৬, ২০ অক্টোবর ২০২৫  

মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে নিজের নাম লিখে ফেললেন ব্র্যাড ইভান্স। প্রায় আড়াই বছর পর টেস্টে ফেরা এই পেসার সোমবার (২০ অক্টোবর) হারারে টেস্টে দুর্দান্ত এক ইনিংসে আফগানিস্তানকে ১২৭ রানে গুটিয়ে দিয়ে তুলে নেন ৫ উইকেট, মাত্র ২২ রানে। যা জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রান খরচে ৫ উইকেট নেওয়ার রেকর্ড। এ যাত্রায় তিনি পেছনে ফেলেন হিথ স্ট্রিককে। যিনি ২৫ বছর আগে মাত্র ২৭ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

টস জিতে জিম্বাবুয়ের প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়াটা যেন সোনায় সোহাগা হলো। ইভান্স (৫/২২) ও ব্লেসিং মুজারাবানি (৩/৪৭) মিলে তছনছ করে দিলেন আফগান ব্যাটিং। আফগানিস্তানের টেস্ট ইতিহাসে এটি তাদের চতুর্থ সর্বনিম্ন ইনিংস এবং গত ছয় বছরে সর্বনিম্ন।

সবচেয়ে কম রান খরচায় ৫ উইকেট শিকারি জিম্বাবুইয়ান বোলার:
ব্র্যাড ইভানস: ৫/২২ বনাম আফগানিস্তান, হারারে ২০২৫।
হিথ স্ট্রিক: ৫/২৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ, পোর্ট অব স্পেন ২০০০।
ট্রাভিস ফ্রেন্ড: ৫/৩১ বনাম বাংলাদেশ, ঢাকা ২০০১।
ডেভিড ব্রেইন: ৫/৪২ বনাম পাকিস্তান, লাহোর ১৯৯৩।

মাত্র ২৮ বছর বয়সী ইভান্স আফগানিস্তানের শেষ সাত উইকেটের মধ্যে পাঁচটি তুলে নেন। এক সময় আফগানরা ছিল ৭৭/১। সেখান থেকে শেষ ৯ উইকেট হারায় মাত্র ৫০ রানে।

ব্যাট ও বল দুই দিকেই কার্যকর এই অলরাউন্ডারের নামটা আলোচনায় আসে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, পাকিস্তানের বিপক্ষে পার্থে রোমাঞ্চকর এক ম্যাচে। সেই ম্যাচেই ১ রানে ঐতিহাসিক জয় তুলে নেয় জিম্বাবুয়ে। আর শেষ ওভারে ১১ রান রক্ষা করে নায়ক হন ব্র্যাড ইভান্স। সেদিন তার বোলিং ফিগার ছিল ২৫ রানে ২ উইকেট। আর ব্যাট হাতে করেছিলেন মূল্যবান ১৯ রান (১৫ বলে)।

গত কয়েক বছর চোটে জর্জরিত ছিলেন তিনি। তবে ধীরে ধীরে আবার ফিরছেন ছন্দে এবং এবার তিন ফরম্যাটেই নিজের উপস্থিতি দৃঢ়ভাবে জানান দিচ্ছেন ব্র্যাড ইভান্স।

আফগানিস্তানকে প্রথম ইনিংসে মাত্র ১২৭ রানে অলআউট করে জিম্বাবুয়ে ২ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে প্রথম দিন শেষ করেছে। লিড নিয়েছে ৩ রানের। ব্রিয়ান বেনেট ৬ ও নিক ওয়েলচ ৪৯ রান করে আউট হয়েছেন। বেন কুরান অপরাজিত ৫২ ও ব্রেন্ডন টেইলর অপরাজিত আছেন ১৮ রানে। তারা দুজন আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

জিম্বাবুয়ের দুটি উইকেটই নিয়েছেন আফগানিস্তানের জিয়াউর রহমান।

ঢাকা/ইয়াসিন/আমিনুল