০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফের একসঙ্গে অভিনয় করবেন দেব-শুভশ্রী, খোঁচা দিয়ে যা বললেন নায়িকা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৬০০৬ Time View

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় তারকা জুটি শুভশ্রী গাঙ্গুলি ও দেব। তাদের পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছিল। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন এই যুগল। কিন্তু শেষটা ভালো হয়নি এই জুটির। দুজনের পথ দুটো আলাদা হয়ে গেছে। আর মাঝে কেটে যায় এক দশক।  

প্রেম ভাঙার পর ‘ধূমকেতু’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন দেব-শুভশ্রী। ২০১৫ সালে সিনেমাটির শুটিং করেন তারা। কিন্তু সিনেমাটি মুক্তির আলো পায়নি। সব সংকট কাটিয়ে গত ১৪ আগস্ট মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে রেকর্ড গড়ে। দূরত্ব কমে এই প্রাক্তন প্রেমিক জুটির। তাবে ভাঙা সম্পর্ক জোড়া লাগার পরও তা স্থায়ী হলো না। ফের দ্বন্দ্বে জড়ালেন দেব-শুভশ্রী। মূলত, দেবের একটি মন্তব্য ঘিরে নতুন করে জটিলতার সূচনা হয়। 

মূলত, একটি সাক্ষাৎকারে দেবের একটি মন্তব্য শুভশ্রীকে আহত করেছিল। আর এ কথা অন্য একটা সাক্ষাত্‍কারে জানান শুভশ্রী। অবশ্য, দেব সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন, ব্যাখ্যা করেছেন ঠিক কী বলতে চেয়েছিলেন। ফের সাক্ষাৎকার দিয়েছেন শুভশ্রী। টিভি নাইনকে দেওয়া এ সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়, এমন ভুল বোঝাবুঝির কী কোনো দরকার ছিল? 

‘ধূমকেতু’ সিনেমার মুক্তি উপলক্ষে এক দশকের দূরত্ব ঘুচে দেব-শুভশ্রীর


এ প্রশ্নের জবাবে শুভশ্রী গাঙ্গুলি বলেন, “দরকার ছিল কি না, সেটা বলতে পারব না। আমি এটা বলতে পারি, যখনই যেটা করি, সম্পূর্ণ হৃদয় দিয়ে করি। আমি যখন ‘ধূমকেতু’ সিনেমার প্রচারের জন্য ‘হ্যাঁ’ বলেছি, পুরো মন-আত্মা থেকেই বলেছি। আমাদের দুজনকে দেখে, মানুষকে কাঁদতে দেখেছি, তখন মনে হয়েছে, আর কী চাই…।”

দেব-শুভশ্রী জুটিকে ইন্ডাস্ট্রির কেউ বাঁচিয়ে রাখার পদক্ষেপ নেননি বলে মন্তব্য করেছেন শুভশ্রী। তার ভাষায়, “আমাদের জুটিটা বাঁচিয়ে রাখার জন্য কেউ ইফোর্ট দেননি। একমাত্র দর্শক তাদের ভালোবাসায়, আমাদের জুটিকে বাঁচিয়ে রেখেছেন। সেটারই ফল ছিল ইভেন্টের রাত এবং তারপর সিনেমাটি যেভাবে সফল হলো সেটা। এই বিষয়কে আমি কোনোভাবে অপমান করতে পারি না।”

শুভশ্রী গাঙ্গুলি, দেব


কথা বলার সময়ে তারকাদের দায়িত্ববান হওয়া উচিত বলে মনে করেন শুভশ্রী। খানিকটা ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, “আমার মনে হয়, একজন মানুষ যে-কোনো অনুভূতি ব্যক্ত করতেই পারেন। কিন্তু আমরা যারা পাবলিক ফিগার, তাদের বাড়তি দায়িত্ব থাকে, নিজেদের অনুভূতিগুলো ঠিকভাবে ব্যক্ত করার জন্য। শুধু আমাদের সিনেমা থাকবে না, আমার কথা, আমাদের কার্যক্রম, কীভাবে মানুষের সঙ্গে আচরণ করছি, আমি একজন পুরুষকে কীভাবে ট্রিট করছি, একজন পুরুষ আমাকে কীভাবে ট্রিট করছেন, সমস্তটাই থেকে যাবে।” 

কখনো কখনো নারীদের আওয়াজ তোলা জরুরি বলে মনে করেন শুভশ্রী। এ অভিনেত্রী বলেন, “কোনো কোনো সময় একজন নারীকে নিজের কথা বলতে হয়। কারণ তার জন্য অনেকেই আওয়াজ তুলেছেন। তাদের সেই আওয়াজ মিথ্যা বা বৃথা যাতে না যায় তা আমার দায়িত্ব। পুরুষ মানেই ভীষণ বড় জায়গায় আছে, মেয়েরা চুপ করে যাবে, মেয়েরা কিছু বলবে না বা অনেক বড় জায়গায় কেউ থাকলেই তাকে তোষামোদ করা হবে, সে জন্যই কথা বলা। এমনিতে প্রচার ছাড়া আমি মিডিয়ার সঙ্গে কথা বলি না। তবে এক্ষেত্রে মনে হয়েছিল, কথা বলা দরকার। ‘ধূমকেতু’ এর পর এই জিনিসটা হওয়া উচিত ছিল না।” 

শুভশ্রী গাঙ্গুলি


সাক্ষাৎকারে দেবের মন্তব্য প্রসঙ্গে শুভশ্রী বলেন, “দেবের সেই ইন্টারভিউ ও তার পরের ইন্টারভিউগুলো আমি দেখেছি। আমার মনে হয়েছে, ও হয়তো না বুঝেই বলেছে। ওর বলা কথাগুলো কিন্তু অনেক মানুষকে এখনো আঘাত দেয়।” 

আবার কখনো একসঙ্গে জুটি বেঁধে কোনো সিনেমায় অভিনয় করবেন কি না? এ প্রশ্নের জবাবে দেবকে খানিকটা খোঁচা দিয়ে শুভশ্রী বলেন, “এটার জন্য বড় পরিচালক, প্রযোজকদের এগিয়ে আসতে হবে। যদি বাণিজ্যিক দিক থেকে দেখা হয়, তাহলে আমাদের ইন্ড্রাস্টির বড় বড় মাথারা যদি ভাবতে চায়, তাহলে অবশ্যই, কেন নয়। আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমার মুখের ইনোসেন্স নেই, ঠিক আছে!”

 শুভশ্রী গাঙ্গুলি


দেবের সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান শুভশ্রী। ২০২০ সালে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।

ট্যাগঃ

ফের একসঙ্গে অভিনয় করবেন দেব-শুভশ্রী, খোঁচা দিয়ে যা বললেন নায়িকা

সময়ঃ ১২:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় তারকা জুটি শুভশ্রী গাঙ্গুলি ও দেব। তাদের পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছিল। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন এই যুগল। কিন্তু শেষটা ভালো হয়নি এই জুটির। দুজনের পথ দুটো আলাদা হয়ে গেছে। আর মাঝে কেটে যায় এক দশক।  

প্রেম ভাঙার পর ‘ধূমকেতু’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন দেব-শুভশ্রী। ২০১৫ সালে সিনেমাটির শুটিং করেন তারা। কিন্তু সিনেমাটি মুক্তির আলো পায়নি। সব সংকট কাটিয়ে গত ১৪ আগস্ট মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে রেকর্ড গড়ে। দূরত্ব কমে এই প্রাক্তন প্রেমিক জুটির। তাবে ভাঙা সম্পর্ক জোড়া লাগার পরও তা স্থায়ী হলো না। ফের দ্বন্দ্বে জড়ালেন দেব-শুভশ্রী। মূলত, দেবের একটি মন্তব্য ঘিরে নতুন করে জটিলতার সূচনা হয়। 

মূলত, একটি সাক্ষাৎকারে দেবের একটি মন্তব্য শুভশ্রীকে আহত করেছিল। আর এ কথা অন্য একটা সাক্ষাত্‍কারে জানান শুভশ্রী। অবশ্য, দেব সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন, ব্যাখ্যা করেছেন ঠিক কী বলতে চেয়েছিলেন। ফের সাক্ষাৎকার দিয়েছেন শুভশ্রী। টিভি নাইনকে দেওয়া এ সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়, এমন ভুল বোঝাবুঝির কী কোনো দরকার ছিল? 

‘ধূমকেতু’ সিনেমার মুক্তি উপলক্ষে এক দশকের দূরত্ব ঘুচে দেব-শুভশ্রীর


এ প্রশ্নের জবাবে শুভশ্রী গাঙ্গুলি বলেন, “দরকার ছিল কি না, সেটা বলতে পারব না। আমি এটা বলতে পারি, যখনই যেটা করি, সম্পূর্ণ হৃদয় দিয়ে করি। আমি যখন ‘ধূমকেতু’ সিনেমার প্রচারের জন্য ‘হ্যাঁ’ বলেছি, পুরো মন-আত্মা থেকেই বলেছি। আমাদের দুজনকে দেখে, মানুষকে কাঁদতে দেখেছি, তখন মনে হয়েছে, আর কী চাই…।”

দেব-শুভশ্রী জুটিকে ইন্ডাস্ট্রির কেউ বাঁচিয়ে রাখার পদক্ষেপ নেননি বলে মন্তব্য করেছেন শুভশ্রী। তার ভাষায়, “আমাদের জুটিটা বাঁচিয়ে রাখার জন্য কেউ ইফোর্ট দেননি। একমাত্র দর্শক তাদের ভালোবাসায়, আমাদের জুটিকে বাঁচিয়ে রেখেছেন। সেটারই ফল ছিল ইভেন্টের রাত এবং তারপর সিনেমাটি যেভাবে সফল হলো সেটা। এই বিষয়কে আমি কোনোভাবে অপমান করতে পারি না।”

শুভশ্রী গাঙ্গুলি, দেব


কথা বলার সময়ে তারকাদের দায়িত্ববান হওয়া উচিত বলে মনে করেন শুভশ্রী। খানিকটা ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, “আমার মনে হয়, একজন মানুষ যে-কোনো অনুভূতি ব্যক্ত করতেই পারেন। কিন্তু আমরা যারা পাবলিক ফিগার, তাদের বাড়তি দায়িত্ব থাকে, নিজেদের অনুভূতিগুলো ঠিকভাবে ব্যক্ত করার জন্য। শুধু আমাদের সিনেমা থাকবে না, আমার কথা, আমাদের কার্যক্রম, কীভাবে মানুষের সঙ্গে আচরণ করছি, আমি একজন পুরুষকে কীভাবে ট্রিট করছি, একজন পুরুষ আমাকে কীভাবে ট্রিট করছেন, সমস্তটাই থেকে যাবে।” 

কখনো কখনো নারীদের আওয়াজ তোলা জরুরি বলে মনে করেন শুভশ্রী। এ অভিনেত্রী বলেন, “কোনো কোনো সময় একজন নারীকে নিজের কথা বলতে হয়। কারণ তার জন্য অনেকেই আওয়াজ তুলেছেন। তাদের সেই আওয়াজ মিথ্যা বা বৃথা যাতে না যায় তা আমার দায়িত্ব। পুরুষ মানেই ভীষণ বড় জায়গায় আছে, মেয়েরা চুপ করে যাবে, মেয়েরা কিছু বলবে না বা অনেক বড় জায়গায় কেউ থাকলেই তাকে তোষামোদ করা হবে, সে জন্যই কথা বলা। এমনিতে প্রচার ছাড়া আমি মিডিয়ার সঙ্গে কথা বলি না। তবে এক্ষেত্রে মনে হয়েছিল, কথা বলা দরকার। ‘ধূমকেতু’ এর পর এই জিনিসটা হওয়া উচিত ছিল না।” 

শুভশ্রী গাঙ্গুলি


সাক্ষাৎকারে দেবের মন্তব্য প্রসঙ্গে শুভশ্রী বলেন, “দেবের সেই ইন্টারভিউ ও তার পরের ইন্টারভিউগুলো আমি দেখেছি। আমার মনে হয়েছে, ও হয়তো না বুঝেই বলেছে। ওর বলা কথাগুলো কিন্তু অনেক মানুষকে এখনো আঘাত দেয়।” 

আবার কখনো একসঙ্গে জুটি বেঁধে কোনো সিনেমায় অভিনয় করবেন কি না? এ প্রশ্নের জবাবে দেবকে খানিকটা খোঁচা দিয়ে শুভশ্রী বলেন, “এটার জন্য বড় পরিচালক, প্রযোজকদের এগিয়ে আসতে হবে। যদি বাণিজ্যিক দিক থেকে দেখা হয়, তাহলে আমাদের ইন্ড্রাস্টির বড় বড় মাথারা যদি ভাবতে চায়, তাহলে অবশ্যই, কেন নয়। আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমার মুখের ইনোসেন্স নেই, ঠিক আছে!”

 শুভশ্রী গাঙ্গুলি


দেবের সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান শুভশ্রী। ২০২০ সালে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।