জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৫৯, ২৫ অক্টোবর ২০২৫
ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ—যার উপস্থিতি আজও দর্শকের হৃদয়ে অম্লান। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে তিনি পৌঁছে গিয়েছিলেন খ্যাতির শিখরে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, হঠাৎ করেই তার মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় চলচ্চিত্র অঙ্গন। দীর্ঘ ২৯ বছর পর সেই মৃত্যুর রহস্য আবারও আলোচনায়।
সম্প্রতি জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফ এক সাক্ষাৎকারে সালমান শাহকে স্মরণ করে বলেন, “আমার মতে, দেশে যত নায়ক এসেছে, তাদের মধ্যে সালমান শাহ সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পেয়েছিল। আমি তখন শুটিং করছিলাম। হঠাৎ খবর এল—সালমান মারা গেছে। বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল, যেন আকাশ ভেঙে পড়ল মাথার ওপর।”
আবেগভরা কণ্ঠে আহমেদ শরীফ আরও বলেন, “যতটুকু মনে পড়ে, সালমান শাহ স্ট্রেচারে শুয়ে ছিল। গায়ে কোনো জামা ছিল না, কেবল গলায় একটি চেইন ছিল। আমি কাছে যেতে চাইছিলাম, কিন্তু নিজেকে সামলাতে পারছিলাম না। অস্থিরতায় আমি মাটিতে বসে পড়েছিলাম। এরপর সব আনুষ্ঠানিকতা শেষে তার দাফন সম্পন্ন হয়।”
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। প্রথমে বিষয়টি ‘আত্মহত্যা’ হিসেবে বিবেচিত হলেও পরবর্তীতে নানা তদন্ত ও আলোচনা শেষে দীর্ঘ ২৯ বছর পর মামলাটি ‘হত্যা মামলা’ হিসেবে পুনর্গঠিত হয়েছে।
ঢাকা/রাহাত//
Sangbad365 Admin 














