নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫৫, ২৫ অক্টোবর ২০২৫
আলমগীর আলম
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে আলমগীর আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের চারা বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি বেলায়েত হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি জানিয়ে বলেন, “আলমগীর নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
পুলিশ জানায়, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম/রেজাউল/সাইফ
Sangbad365 Admin 













