প্রকাশিত: ১৭:৫৭, ২৮ অক্টোবর ২০২৫
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং জানিয়েছেন, তার দেশের প্রতিরক্ষা শক্তিশালী করার ক্ষেত্রে ইসরায়েল হচ্ছে রোল মডেল। সোমবার আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির নৈশভোজে অংশ নিয়ে তিনি এ কথা বলেছেন।
২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাইওয়ান ইসরায়েলকে কঠোর সমর্থন দিয়ে আসছে। তবে বেশিরভাগ দেশের মতো ইসরায়েলেরও তাইপেইয়ের সাথে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।
লাই জানিয়েছেন, ইহুদি জনগণ তাদের ইতিহাসে ক্রমাগত নিপীড়নের শিকার হয়েছে।
তিনি বলেন, “তাইওয়ানের জনগণ প্রায়ই আমাদের আন্তর্জাতিক অবস্থানের প্রতি চ্যালেঞ্জ এবং চীনের কাছ থেকে আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকির মুখোমুখি হওয়ার সময় ইহুদি জনগণের উদাহরণের দিকে তাকায়। তাইওয়ানের জনগণ কখনো হতাশ হয় না।
লাই জানিয়েছেন,কর্তৃত্ববাদী সরকারগুলোকে থামানোর জন্য তোষণ কখনোই উপায় ছিল না এবং শক্তির মাধ্যমে শান্তির ধারণাটি ইসরায়েলি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানীয় সমাজ বছরের পর বছর ধরে মেনে আসছে।
ঢাকা/শাহেদ
Sangbad365 Admin 














