কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২৩:০৬, ২৮ অক্টোবর ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) পুনরায় গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টায় ইউজিসির চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, “আজ আমাদের কাছে ইউজিসির একটি চিঠি এসেছে। তবে এ বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।”
এর আগে, শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে কুবি প্রশাসন গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়েছে।
ঢাকা/এমদাদুল/মেহেদী
Sangbad365 Admin 














