প্রকাশিত: ১৭:৪৯, ৩০ অক্টোবর ২০২৫
পূর্ব গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান ও ট্যাঙ্ক হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এই হামলা চালানো হয়েছে বলে ফিলিস্তিনি বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েল দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বাঞ্চলে ১০টি বিমান হামলা চালিয়েছে, অন্যদিকে উত্তরে গাজা শহরের পূর্বাঞ্চলে ট্যাঙ্ক হামলা চালিয়েছে। কোনো হতাহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘সেনাদের জন্য হুমকিস্বরূপ সন্ত্রাসী অবকাঠামো’-এর বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট’ হামলা চালিয়েছে।
বৃহস্পতিবারের হামলাগুলো ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাতের সময় ১০ অক্টোবর কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির সর্বশেষ পরীক্ষা।
গাজার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকার বাইরে কোনো হামলা দেখেননি।
এক জন ইসরায়েলি সেনারা মৃত্যুর প্রতিশোধ নিতে মঙ্গলবার থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবার রাত পর্যন্ত হামলায় ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
ঢাকা/শাহেদ
Sangbad365 Admin 














