:: সংক্ষিপ্ত স্কোর ::
বাংলাদেশ: ০০/০০ (০০ ওভারে)
শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ আগেই হাতছাড়া হয়েছে বাংলাদেশের। দুটি ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ টস জিতে আগে ব্যাটিং করেছিল। আজ শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে খেলা তাওহিদ হৃদয়, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান বাদ পড়েছেন। একাদশে এসেছেন শরীফুল ইসলাম, মাহেদী হাসান, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান।
ওয়েস্ট ইন্ডিজও তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। আজ তারা বিশ্রাম দিয়েছে শেই হোপ, শেরফানে রাদারফোর্ড ও জেডেন সিলসকে। তাদের পরিবর্তে একাদশে এসেছেন আমির জঙ্গু, গুদাকেশ মোতি ও আকিম অগাস্তে।
বাংলাদেশের একাদশ:
১. তানজিদ হাসান তামিম,
২. সাইফ হাসান,
৩. লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটকিপার),
৪. পারভেজ হোসেন ইমন,
৫. জাকের আলি,
৬. নুরুল হাসান সোহান,
৭. শেখ মাহেদি হাসান,
৮. রিশাদ হোসেন,
৯. নাসুম আহমেদ,
১০. তাসকিন আহমেদ,
১১. শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ:
১. ব্র্যান্ডন কিং,
২. অ্যালিক অ্যাথানাজে,
৩. আকিম অগাস্ট,
৪. রোস্টন চেস (অধিনায়ক),
৫. আমির জংগু (উইকেটকিপার),
৬. রোভম্যান পাওয়েল,
৭. জেসন হোল্ডার,
৮. গুদাকেশ মোটি,
৯. রোমারিও শেফার্ড,
১০. আকিল হোসেইন,
১১. খারি পিয়েরে।
Sangbad365 Admin 













