১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসি স্বেচ্ছাচারিতা করছে, তারা বিভিন্ন দলে বিভক্ত: হাসনাত 

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:০১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১৬০২২ Time View

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ১ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:৪২, ১ নভেম্বর ২০২৫

বরগুনা শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হাসনাত আব্দুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘‘নির্বাচন কমিশন (ইসি) স্বেচ্ছাচারিতা করছে। তারা বিভিন্ন দলে বিভক্ত, কেউ বিএনপিপন্থি, কেউ জামায়াতপন্থি, আবার কেউ আর্মিপন্থি। তাই এই কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়।’’

শনিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে বরগুনা শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোট গঠনের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘যে দল সংস্কারের পক্ষে থাকবে, এনসিপির সঙ্গে শুধু তাদের জোট হতে পারে।’’ জুলাই সনদের প্রশ্নে তিনি আরো বলেন, ‘‘জুলাই সনদ নিয়ে এখন আর বিতর্ক নেই। বিএনপি সব দেখেশুনেই স্বাক্ষর করেছে।’’

এনসিপির দলের প্রতীক হিসেবে শাপলা চাওয়া এবং নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় শাপলা কলি সংযোজনের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘শাপলা কলি প্রতীক সংযুক্তির বিষয়ে নির্বাচন কমিশন সঠিক ব্যাখ্যা দিচ্ছে না। কমিশন স্বেচ্ছাচারিতা করছে।’’

এনসিপির এই গুরুত্বপূর্ণ নেতা বলেন, ‘‘শাপলা প্রতীক নিয়ে আমরা অনড় অবস্থানে রয়েছি এবং এই প্রতীকের জন্য লড়াই চালিয়ে যাব।’’ জুলাই সনদে লিখিত বিষয় যাচাই না করে যারা স্বাক্ষর করেছেন, তা ছিল তাদের ভুল সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। 

এর আগে বেলা ১১টার দিকে বরগুনার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির বরগুনা জেলার দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমন্বয় সভার অনুষ্ঠিত হয়। 

সভায় হাসনাত আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মোজাহিদুল ইসলাম শাহীন এবং যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত। 

ঢাকা/ইমরান/বকুল

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ইসি স্বেচ্ছাচারিতা করছে, তারা বিভিন্ন দলে বিভক্ত: হাসনাত 

সময়ঃ ১২:০০:০১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ১ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:৪২, ১ নভেম্বর ২০২৫

বরগুনা শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হাসনাত আব্দুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘‘নির্বাচন কমিশন (ইসি) স্বেচ্ছাচারিতা করছে। তারা বিভিন্ন দলে বিভক্ত, কেউ বিএনপিপন্থি, কেউ জামায়াতপন্থি, আবার কেউ আর্মিপন্থি। তাই এই কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়।’’

শনিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে বরগুনা শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোট গঠনের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘যে দল সংস্কারের পক্ষে থাকবে, এনসিপির সঙ্গে শুধু তাদের জোট হতে পারে।’’ জুলাই সনদের প্রশ্নে তিনি আরো বলেন, ‘‘জুলাই সনদ নিয়ে এখন আর বিতর্ক নেই। বিএনপি সব দেখেশুনেই স্বাক্ষর করেছে।’’

এনসিপির দলের প্রতীক হিসেবে শাপলা চাওয়া এবং নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় শাপলা কলি সংযোজনের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘শাপলা কলি প্রতীক সংযুক্তির বিষয়ে নির্বাচন কমিশন সঠিক ব্যাখ্যা দিচ্ছে না। কমিশন স্বেচ্ছাচারিতা করছে।’’

এনসিপির এই গুরুত্বপূর্ণ নেতা বলেন, ‘‘শাপলা প্রতীক নিয়ে আমরা অনড় অবস্থানে রয়েছি এবং এই প্রতীকের জন্য লড়াই চালিয়ে যাব।’’ জুলাই সনদে লিখিত বিষয় যাচাই না করে যারা স্বাক্ষর করেছেন, তা ছিল তাদের ভুল সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। 

এর আগে বেলা ১১টার দিকে বরগুনার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির বরগুনা জেলার দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমন্বয় সভার অনুষ্ঠিত হয়। 

সভায় হাসনাত আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মোজাহিদুল ইসলাম শাহীন এবং যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত। 

ঢাকা/ইমরান/বকুল