২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সামনে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূচি ও ভেন্যু-সংক্রান্ত তথ্য। সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, টুর্নামেন্টের সেমিফাইনাল আয়োজনের সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং কলকাতার ইডেন গার্ডেনস।
অন্যদিকে, যদি পাকিস্তান বা শ্রীলঙ্কা সেমিফাইনালে পৌঁছে, তাহলে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে কলম্বোতে।
রবিবার (৯ নভেম্বর) ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি ও বিসিসিআই ইতিমধ্যেই নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং ইডেন গার্ডেনসকে আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনে শর্টলিস্ট করেছে।
তবে এখানেই শেষ নয়- মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও সেমিফাইনালের সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে, যা ঐতিহাসিকভাবে বহু বড় ম্যাচের সাক্ষী।
ভারতে আয়োজিত টুর্নামেন্টের জন্য মুম্বাই, দিল্লি ও চেন্নাই শহরকেও তালিকাভুক্ত করা হয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কায় এখন পর্যন্ত কলম্বোর দুটি স্টেডিয়াম এবং ক্যান্ডির একটি ভেন্যু চূড়ান্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত ফাইনাল ম্যাচের ভেন্যু আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি।
এক্সপ্রেস স্পোর্টস জানিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ার্ম-আপ ম্যাচগুলোর আয়োজনের সম্ভাবনা রয়েছে বেঙ্গালুরুতে।
বিশেষ করে, যদি সেমিফাইনাল বা ফাইনালে পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো দল থাকে, তবে সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বোতে। অর্থাৎ, পাকিস্তান যদি ফাইনালে পৌঁছে, তাহলে শ্রীলঙ্কার রাজধানীতেই হবে সেই বহুল প্রতীক্ষিত শিরোপা লড়াই।
প্রসঙ্গত, মূল পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ আয়োজনের কথা ছিল ভারতে। তবে ভারতের সঙ্গে চলমান ভূ-রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের দলকে ভারতে পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছে। ফলে পাকিস্তানের অংশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ঠিক যেমনটি হয়েছিল ২০২৫ সালের নারী ক্রিকেট বিশ্বকাপে।
Sangbad365 Admin 












