১০:২২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতি-সন্ত্রাসের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল: নাহিদ 

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০২:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৬০১৩ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা প্রাথমিক প্রার্থীতালিকা জনগণের কাছে উন্মুক্ত করেছি ভেরিফিকেশনের জন্য। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দুর্নীতি সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত বা জড়ানোর, তাহলে তার প্রার্থিতা বাতিল হবে। আমাদের এই প্রক্রিয়া চলমান আছে এবং থাকবে।”

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

এনসিপির আহ্বায়ক বলেন, “আমরা কোনো আসন বিশেষ কারো জন্য ফাঁকা রাখিনি। আমরা যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি, আমাদের যে মনোনয়ন বোর্ড রয়েছে, তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন, সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি “আমাদের দলের বাইরেও আমরা নমিনেশন দিতে চাই। আমাদের প্রার্থীতালিকায় সে প্রতিফলন আপনারা দেখেছেন। আমাদের সাংগঠনিক কাজ যারা করছেন, এর বাইরে থেকেও আমরা বিভিন্ন পেশার মানুষ রয়েছেন— শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন; আমাদের প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, তাদেরকেও আমরা মনোনয়ন দিয়েছি।” 

নাহিদ ইসলাম বলেন, “আমাদের এই মনোনয়ন তালিকা হবে অন্তর্ভুক্তিমূলক। সেখানে নারী, পুরুষ, সংখ্যালঘু বিভিন্ন শ্রেণি, পেশা— সবকিছুর সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক ১২৫ জনের তালিকায় সেই রেশিওটা মেইনটেন করার চেষ্টা করেছি। আমাদের ৩০০ জনের তালিকাতেও আমরা সেই রেশিওগুলো মেইনটেন করব।” 

এনসিপির শীর্ষ নেতা বলেন, শাপলাকলির প্রাথমিক মনোনয়নে যারা বিবেচিত হয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই। যারা প্রাথমিক তালিকায় আসতে পারেননি, তাদের প্রতি আহ্বান থাকবে যে, আমরা অবশ্যই আপনাদের বিষয়ে বিবেচনা করব।

নাহিদ ইসলাম বলেন, “৩০০ আসনে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার আগ পর্যন্ত আমাদের দলে সুযোগ আছে। যেসব আসনে এখনো মনোনয়ন দেওয়া হয়নি, অথবা যেসব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু তার চেয়েও ভালো প্রার্থী পাওয়ার সম্ভাবনা আছে, সেসব ক্ষেত্রে বিবেচনা করা হবে। যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে তার মনোনয়ন বাতিল করা হতে পারে। যেসব আসনে এখনো মনোনয়ন দেওয়া হয়নি, সেখানে ভালো কোনো প্রার্থী পাওয়া গেলে তাকে মনোনয়ন দেওয়া হবে।”

ট্যাগঃ
জনপ্রিয় খবর

দুর্নীতি-সন্ত্রাসের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল: নাহিদ 

সময়ঃ ১২:০২:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা প্রাথমিক প্রার্থীতালিকা জনগণের কাছে উন্মুক্ত করেছি ভেরিফিকেশনের জন্য। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দুর্নীতি সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত বা জড়ানোর, তাহলে তার প্রার্থিতা বাতিল হবে। আমাদের এই প্রক্রিয়া চলমান আছে এবং থাকবে।”

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

এনসিপির আহ্বায়ক বলেন, “আমরা কোনো আসন বিশেষ কারো জন্য ফাঁকা রাখিনি। আমরা যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি, আমাদের যে মনোনয়ন বোর্ড রয়েছে, তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন, সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি “আমাদের দলের বাইরেও আমরা নমিনেশন দিতে চাই। আমাদের প্রার্থীতালিকায় সে প্রতিফলন আপনারা দেখেছেন। আমাদের সাংগঠনিক কাজ যারা করছেন, এর বাইরে থেকেও আমরা বিভিন্ন পেশার মানুষ রয়েছেন— শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন; আমাদের প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, তাদেরকেও আমরা মনোনয়ন দিয়েছি।” 

নাহিদ ইসলাম বলেন, “আমাদের এই মনোনয়ন তালিকা হবে অন্তর্ভুক্তিমূলক। সেখানে নারী, পুরুষ, সংখ্যালঘু বিভিন্ন শ্রেণি, পেশা— সবকিছুর সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক ১২৫ জনের তালিকায় সেই রেশিওটা মেইনটেন করার চেষ্টা করেছি। আমাদের ৩০০ জনের তালিকাতেও আমরা সেই রেশিওগুলো মেইনটেন করব।” 

এনসিপির শীর্ষ নেতা বলেন, শাপলাকলির প্রাথমিক মনোনয়নে যারা বিবেচিত হয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই। যারা প্রাথমিক তালিকায় আসতে পারেননি, তাদের প্রতি আহ্বান থাকবে যে, আমরা অবশ্যই আপনাদের বিষয়ে বিবেচনা করব।

নাহিদ ইসলাম বলেন, “৩০০ আসনে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার আগ পর্যন্ত আমাদের দলে সুযোগ আছে। যেসব আসনে এখনো মনোনয়ন দেওয়া হয়নি, অথবা যেসব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু তার চেয়েও ভালো প্রার্থী পাওয়ার সম্ভাবনা আছে, সেসব ক্ষেত্রে বিবেচনা করা হবে। যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে তার মনোনয়ন বাতিল করা হতে পারে। যেসব আসনে এখনো মনোনয়ন দেওয়া হয়নি, সেখানে ভালো কোনো প্রার্থী পাওয়া গেলে তাকে মনোনয়ন দেওয়া হবে।”