০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন, সুদান ট্র্যাজেডিতে শোক

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৬০১২ Time View

সুদানে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন  জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব বলেন, “আমি গভীর সমবেদনা জানাতে ফোন করেছি। আমি এই ঘটনায় ভীষণভাবে মর্মাহত।” 

ওই হামলার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেন। প্রধান উপদেষ্টাকে নিহত শান্তিরক্ষীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তার সমবেদনা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।

বাসস লিখেছে, এসময় অধ্যাপক ইউনূসও বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। পাশপাশি আহত সেনাসদস্যদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত উন্নতমানের হাসপাতালে স্থানান্তর ও নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে জাতিসংঘকে অনুরোধ করেন।

প্রধান উপদেষ্টাকে গুতেরেস জানান, আহত শান্তিরক্ষীদের প্রথমে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসা সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আহতদের চিকিৎসা ও সরিয়ে নেওয়ার বিষয়ে মনোযোগ দেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান ড. ইউনূস, লিখেছে বাসস।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তাদের মধ্যে ফোনালাপ হয়। এসময় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও কথা করেন দুই নেতা।

জাতিসংঘ মহাসচিবকে অধ্যাপক ইউনূস আশ্বস্ত করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অধ্যাপক ইউনূসের এই বক্তব্যের পর গুতেরেস বলেন, তার বিশ্বাস বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

টিভিতে আজকের খেলা (২২ ডিসেম্বর, ২০২৫)

প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন, সুদান ট্র্যাজেডিতে শোক

সময়ঃ ১২:০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

সুদানে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন  জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব বলেন, “আমি গভীর সমবেদনা জানাতে ফোন করেছি। আমি এই ঘটনায় ভীষণভাবে মর্মাহত।” 

ওই হামলার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেন। প্রধান উপদেষ্টাকে নিহত শান্তিরক্ষীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তার সমবেদনা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।

বাসস লিখেছে, এসময় অধ্যাপক ইউনূসও বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। পাশপাশি আহত সেনাসদস্যদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত উন্নতমানের হাসপাতালে স্থানান্তর ও নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে জাতিসংঘকে অনুরোধ করেন।

প্রধান উপদেষ্টাকে গুতেরেস জানান, আহত শান্তিরক্ষীদের প্রথমে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসা সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আহতদের চিকিৎসা ও সরিয়ে নেওয়ার বিষয়ে মনোযোগ দেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান ড. ইউনূস, লিখেছে বাসস।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তাদের মধ্যে ফোনালাপ হয়। এসময় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও কথা করেন দুই নেতা।

জাতিসংঘ মহাসচিবকে অধ্যাপক ইউনূস আশ্বস্ত করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অধ্যাপক ইউনূসের এই বক্তব্যের পর গুতেরেস বলেন, তার বিশ্বাস বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।