০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম আলোতে হামলা: আরো দুই আসামি কারাগারে

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৬০০২ Time View

প্রকাশিত: ১৭:৫২, ২৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫৪, ২৭ ডিসেম্বর ২০২৫

প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আরো দুই আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম আসামিদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন—মো. রুবেল হোসেন (৩৮) ও নাজমুল হাছান (২১)।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক আব্দুল হান্নান আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। 

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এ পর্যন্ত মোট ৩৪ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর তেজগাঁওয়ে প্রথম আলো কার্যালয়ে ভয়াবহ হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ ডিসেম্বর দিবাগত রাতে তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটিতে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দাঙ্গা সৃষ্টির মাধ্যমে কার্যালয়ে ঢুকে লুটপাট, কর্মীদের হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগ এবং অপরাধের প্রমাণ নষ্ট করার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। পাশাপাশি প্রথম আলোর প্রকাশনা বন্ধ ও অফিসের কাজে বাধা দিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, অনলাইনে অপরাধমূলক কর্মকাণ্ডে নির্দেশনা দেওয়া ও অন্তর্ঘাতমূলক কাজেরও অভিযোগ করা হয়েছে। লুট হওয়া সম্পদের মূল্য আড়াই কোটি টাকা এবং সব মিলিয়ে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা বলে জানানো হয়েছে। পুলিশ সিসিটিভি ও বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার কাজ অব্যাহত রেখেছে।  

ঢাকা/মাকসুদ/সাইফ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রথম আলোতে হামলা: আরো দুই আসামি কারাগারে

সময়ঃ ১২:০১:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

প্রকাশিত: ১৭:৫২, ২৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫৪, ২৭ ডিসেম্বর ২০২৫

প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আরো দুই আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম আসামিদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন—মো. রুবেল হোসেন (৩৮) ও নাজমুল হাছান (২১)।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক আব্দুল হান্নান আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। 

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এ পর্যন্ত মোট ৩৪ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর তেজগাঁওয়ে প্রথম আলো কার্যালয়ে ভয়াবহ হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ ডিসেম্বর দিবাগত রাতে তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটিতে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দাঙ্গা সৃষ্টির মাধ্যমে কার্যালয়ে ঢুকে লুটপাট, কর্মীদের হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগ এবং অপরাধের প্রমাণ নষ্ট করার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। পাশাপাশি প্রথম আলোর প্রকাশনা বন্ধ ও অফিসের কাজে বাধা দিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, অনলাইনে অপরাধমূলক কর্মকাণ্ডে নির্দেশনা দেওয়া ও অন্তর্ঘাতমূলক কাজেরও অভিযোগ করা হয়েছে। লুট হওয়া সম্পদের মূল্য আড়াই কোটি টাকা এবং সব মিলিয়ে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা বলে জানানো হয়েছে। পুলিশ সিসিটিভি ও বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার কাজ অব্যাহত রেখেছে।  

ঢাকা/মাকসুদ/সাইফ