০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারে বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্ত 

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৬০০২ Time View

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২৮ ডিসেম্বর ২০২৫  

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারে পরপর কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে সীমান্তবর্তী টেকনাফ এলাকা কেঁপে উঠেছে। ফলে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে টেকনাফ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মিয়ানমারে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

হোয়াইক্যং উনচিপ্রাং এলাকার বাসিন্দা আবুল হাসনাত জানিয়েছেন, হঠাৎ পরপর কয়েকটি বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এ সময় ঘরের ভেতরে থাকা শিশু ও বৃদ্ধরা ভয়ে চিৎকার শুরু করেন।

মাওলানা জসিম উদ্দিন বলেন, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, তা ভূমিকম্পের মতো মনে হয়। আতঙ্কে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর ছেড়ে বাইরে যাই।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, বিষয়টি জানার পর সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত আছে। এর আগে ১৩ ও ১৭ ডিসেম্বর রাতে মিয়ানমারের সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে।

ঢাকা/তারেকুর/রফিক

ট্যাগঃ
জনপ্রিয় খবর

মিয়ানমারে বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্ত 

সময়ঃ ১২:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২৮ ডিসেম্বর ২০২৫  

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারে পরপর কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে সীমান্তবর্তী টেকনাফ এলাকা কেঁপে উঠেছে। ফলে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে টেকনাফ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মিয়ানমারে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

হোয়াইক্যং উনচিপ্রাং এলাকার বাসিন্দা আবুল হাসনাত জানিয়েছেন, হঠাৎ পরপর কয়েকটি বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এ সময় ঘরের ভেতরে থাকা শিশু ও বৃদ্ধরা ভয়ে চিৎকার শুরু করেন।

মাওলানা জসিম উদ্দিন বলেন, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, তা ভূমিকম্পের মতো মনে হয়। আতঙ্কে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর ছেড়ে বাইরে যাই।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, বিষয়টি জানার পর সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত আছে। এর আগে ১৩ ও ১৭ ডিসেম্বর রাতে মিয়ানমারের সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে।

ঢাকা/তারেকুর/রফিক