নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৪৩, ২৮ ডিসেম্বর ২০২৫ আপডেট: ২২:৫১, ২৮ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রাম-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে প্রার্থী বদল করেছে বিএনপি। এই আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকারকে।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে গোলাম আকবর খন্দকার নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি জেনেছেন।
এর আগে, গত ৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৬ আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। রবিবার তার মনোনয়ন বাতিল করে গোলাম আকবর খন্দকারকে চূড়ান্ত অনুমোদন দেয় বিএনপি।
ঢাকা/রেজাউল/রাজীব
Sangbad365 Admin 




