বাংলাদেশের এক গবেষণায় দেখা গেছে, প্রতি ২৫ জনে ১ জন তরুণ ডায়াবেটিসে আক্রান্ত, এমনকি এদের দুই-তৃতীয়াংশ জানেই না যে তাদের ডায়াবেটিস আছে।
তরুণদের ডায়াবেটিসের অন্যতম কারণ স্থূলতা। বয়স্কদের ডায়াবেটিসের সঙ্গে তাদের ডায়াবেটিসের মূল পার্থক্য হলো তরুণদের ইনসুলিনের কর্মক্ষমতা কম ও ইনসুলিন নিঃসরণকারী কোষের সংবেদনশীলতা বেশি। ফলে তাড়াতাড়ি ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো ক্ষয় হয়ে যায়। এমনকি বয়স্কদের তুলনায় তরুণদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধের রেসপন্সও কম থাকে।
সর্বোপরি বয়স্কদের তুলনায় তরুণদের ডায়াবেটিসজনিত জটিলতাগুলো আগেই দেখা দেয়, যা এমনকি মৃত্যুর কারণও হতে পারে। তাই তরুণদের ডায়াবেটিস চিকিৎসায় স্থূলতা এবং এর জটিলতা থাকলে সেগুলোকে প্রাধান্য দিয়েই চিকিৎসা নির্ধারণ করতে হবে। শুধু রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণই মুখ্য উদ্দেশ্য যেন না হয়।
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ডায়াবেটিসের ঝুঁকি এমনিতেই বেশি। তদুপরি তরুণদের ডায়াবেটিস এক হতাশাজনক বাড়তি মাত্রা যোগ করেছে। এ এক অশনিসংকেত! কেননা এই তরুণেরাই সমাজ বদলায়, দেশের হাল ধরে একটা সময়। যারা দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে, তারাই যদি অল্প বয়সে দীর্ঘমেয়াদি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়, তাহলে তারা ত্রাণকর্তা না হয়ে হতে পারে জাতির বোঝা। তাই সময় থাকতেই সবার সচেতন হতে হবে এবং প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তবেই দিশারীরা সত্যিকারের আলোর দিশারী হয়ে উঠবে।
ডা. ফারহানা আক্তার: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডায়াবেটিস ও হরমোন রোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
Sangbad365 Admin 












