চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির (বিএটিবিসি) শেয়ারপ্রতি আয় (ইপিএস) বা মুনাফা উল্লেখযোগ্য হারে কমেছে। এই সময় ইপিএস কমলেও শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো বা এনওসিএফপিএস বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়েছে, বিক্রয় কমে যাওয়া, মূল্যস্ফীতিজনিত খরচ বেড়ে যাওয়া এবং কোম্পানিটির ঢাকা কারখানা বন্ধের কারণে সম্পদমূল্য কমে যাওয়া—এসব কারণে বিএটিবিসির সম্পদমূল্য কমে গেছে।