তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলায় রেজাউল কবির এজাহারভুক্ত ২৬ নম্বর আসামি। আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল কবির মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি উপজেলার চেংমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেও তাঁর অনুপস্থিতিতে বর্তমানে ওই ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
Sangbad365 Admin 












