বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও দুই যাত্রী। আজ রোববার দুপুর ১২টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অটোরিকশার দুই যাত্রী।
নিহত ব্যক্তিরা হলেন, নন্দীগ্রাম উপজেলার কাথম গ্রামের অটোরিকশাচালক আরাফাত হোসেন (২২) ও একই উপজেলার বিশা গ্রামের গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৪৫)। দুর্ঘটনায় আহত দুজনের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।