১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা,
,
প্রজ্ঞাপনে
বলা
হয়,
রাষ্ট্রীয়
শোক
পালন
করার
উদ্দেশ্যে
বাংলাদেশের
সব
সরকারি,
আধাসরকারি
ও
স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠান,
শিক্ষাপ্রতিষ্ঠানসহ
সব
সরকারি
ও
বেসরকারি
ভবন
এবং
বিদেশের
বাংলাদেশ
মিশনগুলোতে
জাতীয়
পতাকা
অর্ধনমিত
থাকবে।
‘জুলাই
শহীদ
দিবস’
উপলক্ষে
১৬
জুলাই
রাষ্ট্রীয়ভাবে
শোক
পালন
করার
সিদ্ধান্ত
নিয়েছে
অন্তর্বর্তী
সরকার।
মঙ্গলবার
(১৫
জুলাই)
মন্ত্রিপরিষদ
সচিব
ড.
শেখ
আব্দুর
রশীদের
সই
করা
এক
প্রজ্ঞাপনে
এ
কথা
বলা
হয়।
প্রজ্ঞাপনে
আরও
বলা
হয়,
শহীদদের
মাগফিরাতের
জন্য
বুধবার
বাংলাদেশের
সব
মসজিদে
বিশেষ
দোয়া
অনুষ্ঠিত
হবে।
অন্যান্য
ধর্মীয়
প্রতিষ্ঠানে
তাদের
আত্মার
শান্তির
জন্য
বিশেষ
প্রার্থনার
আয়োজন
করা
হবে।
সরকার
এই
মর্মে
সিদ্ধান্ত
গ্রহণ
করেছে
যে
‘জুলাই
শহীদ
দিবস’
উপলক্ষে
বুধবার
(১৬
জুলাই)
রাষ্ট্রীয়ভাবে
শোক
পালন
করা
হবে।
বাঁধন/সিইচা/সাএ
Sangbad365 Admin 















