এই হাদিসগুলোই সুদের সবচেয়ে বিস্তারিত ও কারিগরি দিক তুলে ধরে। এটি ছয়টি নির্দিষ্ট পণ্যের বিনিময়ের ক্ষেত্রে সমতা ও তাৎক্ষণিক হস্তান্তরের শর্ত আরোপ করে, যা মূলত সূক্ষ্ম সুদ (রিবা আল–ফাদল) নিষিদ্ধ করে।
নবীজি (সা.) বলেছেন, ‘সোনার বদলে সোনা, রৌপ্যের বদলে রৌপ্য, গমের বদলে গম, যবের বদলে যব, খেজুরের বদলে খেজুর, লবণের বদলে লবণ—তা হবে সমানে সমানে, হাতে হাতে (তাৎক্ষণিক)। যখন এই জিনিসগুলোর প্রকারভেদ ভিন্ন হবে, তখন তোমরা যেমন খুশি বিক্রি করতে পারো, যদি তা হাতে হাতে হয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৫৮৭)
এখানে তিনটি প্রধান শর্ত আরোপ করা হয়েছে—
১. সমানে সমান: একই জাতের পণ্য হলে পরিমাণে কোনো তারতম্য করা যাবে না।
২. একই রকম: পরিমাপ বা ওজনে সমতা বজায় রাখতে হবে।
৩. হাতে হাতে: লেনদেনটি অবশ্যই তাৎক্ষণিক হতে হবে, কোনো বাকি বা বিলম্বে হস্তান্তর করা যাবে না।
Sangbad365 Admin 




