গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় মো. আল আমিন ওরফে বাবু (২১) নামের দগ্ধ আরেকজন মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। এ নিয়ে এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার দিকে আল আমিন মারা যান। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি ঘটনাস্থলের পাশের একটি হার্ডওয়্যার দোকানের কর্মচারী ছিলেন। আল আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
Sangbad365 Admin 












