০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় বাংলা টিভি সিরিয়াল নিয়ে মুখ্যমন্ত্রী মমতার তোপ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ০৬:১৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৬০১৯ Time View

ভারতীয় বাংলা টিভি সিরিয়াল নিয়ে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি—এসব সিরিয়ালের গল্প সমাজে ভয়ংকর নেতিবাচক প্রভাব ফেলছে। মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বরেন তিনি। 

মমতা ব্যানার্জি বলেন, “সিরিয়াল যারা করেন তাদের বলব, এখন সারাক্ষণ দেখছি, এ ওকে বিষ দিচ্ছে, ও একে বিষ দিচ্ছে। একটা পরিবারে তিনজন ঝগড়া করছে। একটা কেন্দ্রীয় চরিত্র, দুটি ঝগড়াটে চরিত্র। আর বাজে বাজে জিনিসগুলো শেখানো হচ্ছে। এতে সমাজের বাচ্চারা ভুল করছে। অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।” 

টিভি সিরিয়ালের মালিকদের দৃষ্টিআকর্ষণ করে মমতা বলেন, “টিভি সিরিয়ালের মালিকদের বলব, এটা লীনাদিদের (লীনা গাঙ্গুলি) হাতে নেই, যারা মালিক তাদের হাতে আছে, দয়া করে খারাপ কিছু শেখাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে, রোজ গুন্ডামি! ভালো জিনিস দিয়ে বাড়ান। কত-কত সুন্দর বিষয় আছে। হাসি-খুশি-মজা-সামাজিক গল্প, এগুলো দেখান। যে গল্প আমার সংস্কৃতিকে ভালোবাসে, যে গল্প মানুষের বিবেককে জাগ্রত করে, আবেগকে জাগ্রত করে, সেগুলো দেখান।” 

বাংলা সিরিয়ালে বাংলা গান ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সিরিয়ালে এখন বাংলা গান কোথায়? এরা ভাবে শুধু ঝিকঝাক দুমদাম গান দিয়ে দিলেই হয়ে গেল। আরে বাজান না, কিন্তু ওরা তো একটা জায়গায় বাজায়। তাদের জন্য একটা প্ল্যাটফর্ম আছে তো! বলিউড তো পুরোটাই তাদের জন্যে। দক্ষিণ ভারতও বেশ জনপ্রিয়। কিন্তু টলিউডে তো আপনারা বাংলা গানটা বেশি করে দেবেন। লীনাদি (লীনা গাঙ্গুলি) দেয়, আমি জানি। কিন্তু সবাইকেই এটা নিয়ে ভাবতে হবে।”

খানিকটা ব্যাখ্যা করে মমতা ব্যানার্জি বলেন, “এখানে তো সংগীত তৈরি করার লোক কম নেই; যারা গান গাইছেন তারা নিজেরাই এখন গান লেখেন। সুর দেন। এটা এখন নতুন ক্রিয়েটিভিটি। আমি বলছি না, অন্যভাষাকে অসম্মান করতে, নিশ্চয়ই আমরা হিন্দি ভাষার গান দেব। আমরা দক্ষিণ ভারতের গান দেব। ডাবিং করতে গিয়ে এখন আসলটাকে হারিয়ে ফেললে হবে না। সেই জন্যেই কখনো কখনো ক্ষোভ বাড়ে, বিক্ষোভ বাড়ে। আসুন আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্ব করি। সব ভাষা নিয়ে গর্ব করি, দেশকে নিয়ে গর্ব করি। কিন্তু বাংলা ভাষাকে বাদ দিতে পারব না।”

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ভারতীয় বাংলা টিভি সিরিয়াল নিয়ে মুখ্যমন্ত্রী মমতার তোপ

সময়ঃ ০৬:১৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ভারতীয় বাংলা টিভি সিরিয়াল নিয়ে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি—এসব সিরিয়ালের গল্প সমাজে ভয়ংকর নেতিবাচক প্রভাব ফেলছে। মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বরেন তিনি। 

মমতা ব্যানার্জি বলেন, “সিরিয়াল যারা করেন তাদের বলব, এখন সারাক্ষণ দেখছি, এ ওকে বিষ দিচ্ছে, ও একে বিষ দিচ্ছে। একটা পরিবারে তিনজন ঝগড়া করছে। একটা কেন্দ্রীয় চরিত্র, দুটি ঝগড়াটে চরিত্র। আর বাজে বাজে জিনিসগুলো শেখানো হচ্ছে। এতে সমাজের বাচ্চারা ভুল করছে। অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।” 

টিভি সিরিয়ালের মালিকদের দৃষ্টিআকর্ষণ করে মমতা বলেন, “টিভি সিরিয়ালের মালিকদের বলব, এটা লীনাদিদের (লীনা গাঙ্গুলি) হাতে নেই, যারা মালিক তাদের হাতে আছে, দয়া করে খারাপ কিছু শেখাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে, রোজ গুন্ডামি! ভালো জিনিস দিয়ে বাড়ান। কত-কত সুন্দর বিষয় আছে। হাসি-খুশি-মজা-সামাজিক গল্প, এগুলো দেখান। যে গল্প আমার সংস্কৃতিকে ভালোবাসে, যে গল্প মানুষের বিবেককে জাগ্রত করে, আবেগকে জাগ্রত করে, সেগুলো দেখান।” 

বাংলা সিরিয়ালে বাংলা গান ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সিরিয়ালে এখন বাংলা গান কোথায়? এরা ভাবে শুধু ঝিকঝাক দুমদাম গান দিয়ে দিলেই হয়ে গেল। আরে বাজান না, কিন্তু ওরা তো একটা জায়গায় বাজায়। তাদের জন্য একটা প্ল্যাটফর্ম আছে তো! বলিউড তো পুরোটাই তাদের জন্যে। দক্ষিণ ভারতও বেশ জনপ্রিয়। কিন্তু টলিউডে তো আপনারা বাংলা গানটা বেশি করে দেবেন। লীনাদি (লীনা গাঙ্গুলি) দেয়, আমি জানি। কিন্তু সবাইকেই এটা নিয়ে ভাবতে হবে।”

খানিকটা ব্যাখ্যা করে মমতা ব্যানার্জি বলেন, “এখানে তো সংগীত তৈরি করার লোক কম নেই; যারা গান গাইছেন তারা নিজেরাই এখন গান লেখেন। সুর দেন। এটা এখন নতুন ক্রিয়েটিভিটি। আমি বলছি না, অন্যভাষাকে অসম্মান করতে, নিশ্চয়ই আমরা হিন্দি ভাষার গান দেব। আমরা দক্ষিণ ভারতের গান দেব। ডাবিং করতে গিয়ে এখন আসলটাকে হারিয়ে ফেললে হবে না। সেই জন্যেই কখনো কখনো ক্ষোভ বাড়ে, বিক্ষোভ বাড়ে। আসুন আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্ব করি। সব ভাষা নিয়ে গর্ব করি, দেশকে নিয়ে গর্ব করি। কিন্তু বাংলা ভাষাকে বাদ দিতে পারব না।”