০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৬০৪২ Time View

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২৫ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৫৪, ২৫ জুলাই ২০২৫

ফাইল ফটো

কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- শরিফা বেগম (৬০), ওসমান (১৬), সুফিয়া বেগম (৫০) ও হোসনেয়ারা বেগম (৫৫)। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিমা মজুমদার বলেন, ‘‘দুপুরে তিন নারী ও এক কিশোর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’

গুলিবিদ্ধ হোসনেয়ারা বেগম অভিযোগ করে বলেন, “স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় শেখ ফরিদের লোকজন গুলি চালায়। এতে আমি এবং আরো কয়েকজন আহত হই।’’

অভিযোগের বিষয়ে জানতে শেখ ফরিদের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

ঢাকা/রুবেল/রাজীব

ট্যাগঃ
জনপ্রিয় খবর

টিভিতে আজকের খেলা (২২ ডিসেম্বর, ২০২৫)

গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

সময়ঃ ১২:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২৫ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৫৪, ২৫ জুলাই ২০২৫

ফাইল ফটো

কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- শরিফা বেগম (৬০), ওসমান (১৬), সুফিয়া বেগম (৫০) ও হোসনেয়ারা বেগম (৫৫)। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিমা মজুমদার বলেন, ‘‘দুপুরে তিন নারী ও এক কিশোর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’

গুলিবিদ্ধ হোসনেয়ারা বেগম অভিযোগ করে বলেন, “স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় শেখ ফরিদের লোকজন গুলি চালায়। এতে আমি এবং আরো কয়েকজন আহত হই।’’

অভিযোগের বিষয়ে জানতে শেখ ফরিদের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

ঢাকা/রুবেল/রাজীব