০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোনের শিক্ষক মাসুকার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৬০৪৬ Time View

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২৫ জুলাই ২০২৫  

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাসুকার কবরে বিমান বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার দেওয়া হয়

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। 

শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাসুকার কবরে বিমান বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার দেওয়া হয়।

এর আগে বিমান বাহিনীর ১০ সদস্যের একটি দল সোহাগপুর গ্রামে মাসুকার ভগ্নিপতি খলিলুর রহমানের বাড়িতে আসেন। তারা মাসুকার স্বজনদের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জানান।

মাসুকার শেষ ইচ্ছা অনুযায়ী তার বোনের সিদ্ধান্তে সোহাগপুরে বাড়ির পাশের কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেছেন, “ঢাকা খুবই স্ট্র্যাটেজিক লোকেশন, যেখানে আমাদের নিরাপত্তা খুবই দরকার। যেহেতু, ঢাকার আশপাশ এলাকায় জনবসতি অনেক বেড়ে গেছে, সেহেতু আমাদের সবকিছু কম্প্রোমাইজ করেই ফ্লায়িং করতে হচ্ছে।”

তিনি আরো বলেন, “যেকোনো সময় যেকোনোভাবেই দুর্ঘটনা ঘটতে পারে। স্বাধীনতার পর থেকেই ঢাকায় ফ্লাইং হচ্ছে। এমন দুর্ঘটনা তো প্রতিনিয়ত ঘটে না।”  

ঢাকা/পলাশ/রফিক

ট্যাগঃ
জনপ্রিয় খবর

টিভিতে আজকের খেলা (২২ ডিসেম্বর, ২০২৫)

মাইলস্টোনের শিক্ষক মাসুকার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

সময়ঃ ১২:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২৫ জুলাই ২০২৫  

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাসুকার কবরে বিমান বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার দেওয়া হয়

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। 

শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাসুকার কবরে বিমান বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার দেওয়া হয়।

এর আগে বিমান বাহিনীর ১০ সদস্যের একটি দল সোহাগপুর গ্রামে মাসুকার ভগ্নিপতি খলিলুর রহমানের বাড়িতে আসেন। তারা মাসুকার স্বজনদের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জানান।

মাসুকার শেষ ইচ্ছা অনুযায়ী তার বোনের সিদ্ধান্তে সোহাগপুরে বাড়ির পাশের কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেছেন, “ঢাকা খুবই স্ট্র্যাটেজিক লোকেশন, যেখানে আমাদের নিরাপত্তা খুবই দরকার। যেহেতু, ঢাকার আশপাশ এলাকায় জনবসতি অনেক বেড়ে গেছে, সেহেতু আমাদের সবকিছু কম্প্রোমাইজ করেই ফ্লায়িং করতে হচ্ছে।”

তিনি আরো বলেন, “যেকোনো সময় যেকোনোভাবেই দুর্ঘটনা ঘটতে পারে। স্বাধীনতার পর থেকেই ঢাকায় ফ্লাইং হচ্ছে। এমন দুর্ঘটনা তো প্রতিনিয়ত ঘটে না।”  

ঢাকা/পলাশ/রফিক