০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে টেকঅফের ঠিক আগে বিমানের চাকায় আগুন

  • Sangbad365 Admin
  • সময়ঃ ০৫:১৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ১৬০১৯ Time View

প্রকাশিত: ১১:১৩, ২৭ জুলাই ২০২৫  

যুক্তরাষ্ট্রের ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে স্থানীয় সময় শনিবার দুপুরে একটি বিমানে আগুন লেগে ব্যাপক আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়। মিয়ামি যাওয়ার জন্য প্রস্তুত আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট এএ৩০২৩-এর ল্যান্ডিং গিয়ারে হঠাৎ করে আগুন ধরে যায়। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি টেকঅফের জন্য প্রস্তুত ছিল, ঠিক তখনই বাঁ দিকের ল্যান্ডিং গিয়ারে আগুনের শিখা দেখা যায়। টেকঅফ সঙ্গে সঙ্গে বাতিল করা হয়।

আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ফ্লাইটটির যাত্রী, পাইলট ও ক্রু সদস্যরা। জরুরি স্লাইড ব্যবহার করে ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রুকে নিরাপদে প্লেন থেকে বের করে আনা হয়। এসময় একজন সামান্য আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটের (স্থানীয় সময়) দিকে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮-এর এএ-৩০২৩ ফ্লাইটের মিয়ামি যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি রানওয়েতে আসার পরেই ল্যান্ডিং গিয়ারে আগুন জ্বলতে দেখা যায়। এর পরে বিমানের ভিতরে ধোঁয়া ঢুকতে শুরু করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট এবং বিমানবন্দরের জরুরি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) জানিয়েছে, ফ্লাইটটির টায়ারে যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা তৈরি হয়েছিল। এই ঘটনার জেরে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণের জন্য বাকি ফ্লাইটগুলো দাঁড় করিয়ে দেওয়া হয়। তবে পরবর্তীতে বিমান পরিষেবা স্বাভাবিক হয়।

যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং আমেরিকান এয়ারলাইন্স এ ঘটনার তদন্ত শুরু করেছে। একই সঙ্গে আমেরিকান এয়ারলাইন্স যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে এবং পেশাদারিত্বের জন্য ক্রু সদস্যদের ধন্যবাদ জানিয়েছে।

ঢাকা/ফিরোজ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রে টেকঅফের ঠিক আগে বিমানের চাকায় আগুন

সময়ঃ ০৫:১৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

প্রকাশিত: ১১:১৩, ২৭ জুলাই ২০২৫  

যুক্তরাষ্ট্রের ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে স্থানীয় সময় শনিবার দুপুরে একটি বিমানে আগুন লেগে ব্যাপক আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়। মিয়ামি যাওয়ার জন্য প্রস্তুত আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট এএ৩০২৩-এর ল্যান্ডিং গিয়ারে হঠাৎ করে আগুন ধরে যায়। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি টেকঅফের জন্য প্রস্তুত ছিল, ঠিক তখনই বাঁ দিকের ল্যান্ডিং গিয়ারে আগুনের শিখা দেখা যায়। টেকঅফ সঙ্গে সঙ্গে বাতিল করা হয়।

আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ফ্লাইটটির যাত্রী, পাইলট ও ক্রু সদস্যরা। জরুরি স্লাইড ব্যবহার করে ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রুকে নিরাপদে প্লেন থেকে বের করে আনা হয়। এসময় একজন সামান্য আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটের (স্থানীয় সময়) দিকে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮-এর এএ-৩০২৩ ফ্লাইটের মিয়ামি যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি রানওয়েতে আসার পরেই ল্যান্ডিং গিয়ারে আগুন জ্বলতে দেখা যায়। এর পরে বিমানের ভিতরে ধোঁয়া ঢুকতে শুরু করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট এবং বিমানবন্দরের জরুরি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) জানিয়েছে, ফ্লাইটটির টায়ারে যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা তৈরি হয়েছিল। এই ঘটনার জেরে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণের জন্য বাকি ফ্লাইটগুলো দাঁড় করিয়ে দেওয়া হয়। তবে পরবর্তীতে বিমান পরিষেবা স্বাভাবিক হয়।

যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং আমেরিকান এয়ারলাইন্স এ ঘটনার তদন্ত শুরু করেছে। একই সঙ্গে আমেরিকান এয়ারলাইন্স যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে এবং পেশাদারিত্বের জন্য ক্রু সদস্যদের ধন্যবাদ জানিয়েছে।

ঢাকা/ফিরোজ