উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সঙ্গে মস্কোর সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হবে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। রবিবার (২৭ জুলাই)এ ঘোষণা দেয় রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সাবেক কমিউনিস্ট মিত্র এই দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে এগোচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এদিকে রবিবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে,আট ঘণ্টার এই ফ্লাইটটি ৪৪০ আসনবিশিষ্ট বোয়িং ৭৭৭-২০০ইআর বিমান দ্বারা পরিচালিত হবে।
প্রথম ফ্লাইট শেরেমেতেভো বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টায় ছাড়বে বলে বিমানবন্দরের সময়সূচিতে উল্লেখ করা হয়েছে।
আরআইএ আরও জানায়, টিকিটের দাম শুরু হয়েছে ৪৪,৭০০ রুবল (৫৬৩ ডলার) থেকে এবং প্রথম ফ্লাইটটি দ্রুত বিক্রি হয়ে গেছে।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া নর্ডউইন্ড এয়ারলাইন্সকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সপ্তাহে দুবার ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
তবে পরিবহণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আপাতত মাসে একবার ফ্লাইট পরিচালিত হবে।
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একমাত্র সরাসরি আকাশপথ হচ্ছে উত্তর কোরিয়ার বাহক এয়ার কোরিও’র ভ্লাদিভোস্টকের সঙ্গে সপ্তাহে তিনবারের ফ্লাইট।
১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ের পর প্রথমবারের মতো রাজধানী দুটির মধ্যে নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে। এর আগে জুন মাসে মস্কো-পিয়ংইয়াং যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালু হয়েছে।
ইউক্রেন ও এর পশ্চিমা মিত্ররা উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে কামান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ করেছে। মস্কো ও পিয়ংইয়ং এই অভিযোগ অস্বীকার করেছে।
পিয়ংইয়ং ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানে সমর্থন দিতে ১০ হাজারের বেশি সেনা ও অস্ত্র পাঠিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চলতি মাসে বলেছেন, তার দেশ ইউক্রেন সংকট সমাধানে মস্কোর প্রচেষ্টাকে সমর্থন দিতে প্রস্তুত।