বাংলাদেশের পক্ষ থেকে ইউএসটিআরের সঙ্গে আলোচনা করতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী যাবেন বলে জানা গেছে।
বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জানান, ‘দুই দিনের বৈঠকের পর ৩১ জুলাই সেখানে আরেকটি বৈঠক হতে পারে। যেহেতু তাদের সঙ্গে আলোচনা চলছে, ফলে নির্ধারিত সময়সীমা আগামী ১ আগস্টের মধ্যেই হয়তো শুল্কের বিষয়ে ফলাফল ঘোষণা হয়ে যাবে।’
Sangbad365 Admin 













