০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডিতে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:৪৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১৬১১৫ Time View

রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসায় সাদিয়া (১২) নামে এক শিশু গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সে ওই বাসায় প্রায় সাত মাস যাবত গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল।

সোমবার (২৮ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে ধানমন্ডি ৯/এ রোডের ওই বাসা থেকে বাড়ির গাড়িচালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাদিয়া ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বগাজোরি গ্রামে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা ওই গাড়িচালক মো. মাকসুদ বলেন, “ওই বাসার গৃহকর্তা একজন নারী। মেয়েটি ওই বাসায় প্রায় সাত মাস যাবত গৃহকর্মীর কাজ করে আসছিল। দুপুরে সাদিয়া ওয়াশরুমে যায়। অনেক সময় পেরিয়ে গেলেও সে বের না হলে তাকে ডাকাডাকি করা হয়। তার কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে সাদিয়াকে জানালার রডের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগঃ

ধানমন্ডিতে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সময়ঃ ১২:৪৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসায় সাদিয়া (১২) নামে এক শিশু গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সে ওই বাসায় প্রায় সাত মাস যাবত গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল।

সোমবার (২৮ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে ধানমন্ডি ৯/এ রোডের ওই বাসা থেকে বাড়ির গাড়িচালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাদিয়া ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বগাজোরি গ্রামে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা ওই গাড়িচালক মো. মাকসুদ বলেন, “ওই বাসার গৃহকর্তা একজন নারী। মেয়েটি ওই বাসায় প্রায় সাত মাস যাবত গৃহকর্মীর কাজ করে আসছিল। দুপুরে সাদিয়া ওয়াশরুমে যায়। অনেক সময় পেরিয়ে গেলেও সে বের না হলে তাকে ডাকাডাকি করা হয়। তার কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে সাদিয়াকে জানালার রডের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।