পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি প্রায় ছয় হাজার ঘনফুট পাহাড় কেটেছে। এ বছরের ২৮ মার্চ বিষয়টি অধিদপ্তরের নজরে আসে। এরপর একাধিকবার এলাকাটি পরিদর্শন করা হয় এবং শুনানি হয়। চূড়ান্ত শুনানি শেষে এ জরিমানা আরোপ করা হয়।
আজ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পাহাড় কাটার জন্য আমাদের জরিমানা করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আপিল করব।’
Sangbad365 Admin 












