০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন, ৬০ কোটি টাকার ক্ষতি

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ১৬০২২ Time View

মানিকগঞ্জের সিংগাইরে একটি প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকার কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারখানা কর্তৃপক্ষের দাবি, আগুনে তাদের প্রায় ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

স্থানীয় ও শ্রমিকরা জানান, সকালে ৫-৬ জন শ্রমিক কারখানায় কাজ করছিলেন। এসময় আইপিএস রুম থেকে আগুন ও ধোঁয়া বের হয়। অল্প সময়ের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। টহল দেওয়ার সময় ঘটনাটি নজরে আসে সেনাবাহিনীর। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি প্রাথমিকভাবে স্বাভাবিক করার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। 

সিংগাইর, সাভার চামড়া শিল্প এলাকা ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারখানার মালিক মো. আনিছুর রহমান বলেন, “গত আড়াই মাস মিলটি বন্ধ ছিল। আজকে মিলটির উৎপাদন কাজ শুরু হয়। কারখানায় দুই শতাধিক শ্রমিক কাজ করেন। সকালে পাঁচজন শ্রমিক কাজ শুরু করেন। আমি অগ্নিকাণ্ডের খবর জানতে পেরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীকে মোবাইল করে জানাই। ঘটনাস্থলে এসে দেখি সবকিছু শেষ হয়ে গেছে।”

তিনি আরো বলেন, “আগুনে ৬০ থেকে ৬৫ কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে। কারখানার ভেতরে থাকা শ্রমিকরা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন।”

সেনাবাহিনীর সিনিয়র ক্যাম্প কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, “আমরা নিয়মিত টহলে ছিলাম। হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে সহায়তা করি। কাঁচের জানালা ভেঙে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতা করি। পাঁচজন শ্রমিক ছিলেন, তারা নিরাপদে বেরিয়ে আসেন।”

সিঙ্গাইর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মহিবুর রহমান বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।”

সিংগাইর থানার ওসি জে ও এম তৌফিক আজম বলেন, “সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগুন নিয়ন্ত্রণ কাজ করে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা সম্ভব হয়নি।”

ট্যাগঃ
জনপ্রিয় খবর

মানিকগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন, ৬০ কোটি টাকার ক্ষতি

সময়ঃ ১২:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

মানিকগঞ্জের সিংগাইরে একটি প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকার কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারখানা কর্তৃপক্ষের দাবি, আগুনে তাদের প্রায় ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

স্থানীয় ও শ্রমিকরা জানান, সকালে ৫-৬ জন শ্রমিক কারখানায় কাজ করছিলেন। এসময় আইপিএস রুম থেকে আগুন ও ধোঁয়া বের হয়। অল্প সময়ের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। টহল দেওয়ার সময় ঘটনাটি নজরে আসে সেনাবাহিনীর। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি প্রাথমিকভাবে স্বাভাবিক করার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। 

সিংগাইর, সাভার চামড়া শিল্প এলাকা ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারখানার মালিক মো. আনিছুর রহমান বলেন, “গত আড়াই মাস মিলটি বন্ধ ছিল। আজকে মিলটির উৎপাদন কাজ শুরু হয়। কারখানায় দুই শতাধিক শ্রমিক কাজ করেন। সকালে পাঁচজন শ্রমিক কাজ শুরু করেন। আমি অগ্নিকাণ্ডের খবর জানতে পেরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীকে মোবাইল করে জানাই। ঘটনাস্থলে এসে দেখি সবকিছু শেষ হয়ে গেছে।”

তিনি আরো বলেন, “আগুনে ৬০ থেকে ৬৫ কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে। কারখানার ভেতরে থাকা শ্রমিকরা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন।”

সেনাবাহিনীর সিনিয়র ক্যাম্প কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, “আমরা নিয়মিত টহলে ছিলাম। হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে সহায়তা করি। কাঁচের জানালা ভেঙে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতা করি। পাঁচজন শ্রমিক ছিলেন, তারা নিরাপদে বেরিয়ে আসেন।”

সিঙ্গাইর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মহিবুর রহমান বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।”

সিংগাইর থানার ওসি জে ও এম তৌফিক আজম বলেন, “সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগুন নিয়ন্ত্রণ কাজ করে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা সম্ভব হয়নি।”