০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে নিখোঁজের পরদিন ধানক্ষেতে মিললো বৃদ্ধের লাশ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:২৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ১৬০১৭ Time View
ফাইল ফটো

সিলেট: সিলেট জেলার সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মো. মাহমুদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরের দিকে উপজেলার আটগ্রামের মাদারনগর এলাকার ধানক্ষেত থেকে লাষ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহমুদ আলী পার্শ্ববর্তী উপজেলা কানাইঘাটের বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বাদ জুমা বাড়িতে এক অপরিচিত ব্যক্তি মাহমুদ আলীকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি বাড়িতে ফিরেননি। শনিবার মাদারনগর এলাকায় ধানক্ষেতে মাহমুদ আলীর লাষ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলের পাশে থেকে নিহতের ব্যবহৃত টর্চ লাইট, জুতা এবং একটি হ্যান্ড গ্লাভস উদ্ধার করেছে। খবর পেয়ে মাহমুদ আলীর পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন।

স্থানীয়দের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই ঘটনাটি খতিয়ে দেখে পুলিশকে ব্যবস্থা গ্রহণর দাবি জানান।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাষ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন সম্ভব হবে। সেই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এনইউ/জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সিলেটে নিখোঁজের পরদিন ধানক্ষেতে মিললো বৃদ্ধের লাশ

সময়ঃ ১২:২৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
ফাইল ফটো

সিলেট: সিলেট জেলার সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মো. মাহমুদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরের দিকে উপজেলার আটগ্রামের মাদারনগর এলাকার ধানক্ষেত থেকে লাষ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহমুদ আলী পার্শ্ববর্তী উপজেলা কানাইঘাটের বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বাদ জুমা বাড়িতে এক অপরিচিত ব্যক্তি মাহমুদ আলীকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি বাড়িতে ফিরেননি। শনিবার মাদারনগর এলাকায় ধানক্ষেতে মাহমুদ আলীর লাষ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলের পাশে থেকে নিহতের ব্যবহৃত টর্চ লাইট, জুতা এবং একটি হ্যান্ড গ্লাভস উদ্ধার করেছে। খবর পেয়ে মাহমুদ আলীর পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন।

স্থানীয়দের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই ঘটনাটি খতিয়ে দেখে পুলিশকে ব্যবস্থা গ্রহণর দাবি জানান।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাষ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন সম্ভব হবে। সেই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এনইউ/জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।