গৌতম গম্ভীরও হাসছেন! এমন দৃশ্যও ওভালে দেখা গেল। গোমড়া মুখ করে থাকা গম্ভীর এমনি এমনি তো হাসেননি! ওভাল টেস্টের তৃতীয় দিনে হাসির উপলক্ষ এনে দিয়েছেন নাইটওয়াচম্যান আকাশ দীপ।
কাল দ্বিতীয় দিনের শেষ ওভারে নাইটওয়্যাচম্যান হিসেবে নেমেছিলেন আকাশদীপ। সেই সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে নিয়েছেন এই পেসার। তাঁর ৬৬ রানের ইনিংসে ওভাল টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা পুরোপুরিই ভারতের। তুলেছে ১১৪ রান, হারিয়েছে মাত্র ১ উইকেট। ভারতের লিড এখন ১৬৬ রানের।
Sangbad365 Admin 












