২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রোগ্রামে মেধাতালিকায় স্থান পাওয়া ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত থাকলে ১৩ আগস্ট মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করা হবে। শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি ৯ আগস্ট থেকে ১৮ আগস্টের মধ্যে জমা দিতে হবে।
কলেজ কর্তৃক মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সব তথ্য ও ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে।