০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কমলাপুর রেলস্টেশনে দুদকের অভিযান

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ১৬০১৪ Time View

কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৬ আগস্ট) এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। অভিযানের সময় নানা অনিয়ম নজরে এসেছে দুদকের আভিযানিক দলের।

আকতারুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আনসার সদস্যদের হাতে যাত্রীদের হয়রানি, টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে বিনা রশিদে টাকা আদায় ছাড়াও রেলওয়ে স্টেশনের নানা অব্যবস্থাপনার বিষয়ে অভিযোগ ছিল দুদকের কাছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৬ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময় দুদকের সদস্যরা ছদ্মবেশে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করেন। অবস্থানকালে তারা স্টেশনে কর্মরত আনসার, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ এবং স্টেশনে উপস্থিত যাত্রীদের থেকে তথ্য সংগ্রহ করেন। এছাড়াও তারা একজন যাত্রীকে পান, যিনি টিকিট ছাড়া রেলের স্টাফকে টাকা দিয়ে ভ্রমণ করেন। 

যাত্রীদের  কাছ থেকে বিনা টিকিটে অর্থ আদায়, যাত্রীদের সঙ্গে আনসার সদস্যদের দুর্ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম দেখতে পায় দুদকের দলটি। তারা ছদ্মবেশে বিভিন্ন অনিয়মের ভিডিও, স্থিরচিত্র, বিনা টিকিটে ভ্রমণকারী ব্যক্তিকে সঙ্গে নিয়ে কমলাপুর রেল স্টেশনের দ্বায়িত্বপ্রাপ্ত স্টেশন ম্যানেজারকে অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং সাধারণ যাত্রীদের এসব হয়রানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের এই কর্মকর্তা।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

কমলাপুর রেলস্টেশনে দুদকের অভিযান

সময়ঃ ১২:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৬ আগস্ট) এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। অভিযানের সময় নানা অনিয়ম নজরে এসেছে দুদকের আভিযানিক দলের।

আকতারুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আনসার সদস্যদের হাতে যাত্রীদের হয়রানি, টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে বিনা রশিদে টাকা আদায় ছাড়াও রেলওয়ে স্টেশনের নানা অব্যবস্থাপনার বিষয়ে অভিযোগ ছিল দুদকের কাছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৬ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময় দুদকের সদস্যরা ছদ্মবেশে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করেন। অবস্থানকালে তারা স্টেশনে কর্মরত আনসার, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ এবং স্টেশনে উপস্থিত যাত্রীদের থেকে তথ্য সংগ্রহ করেন। এছাড়াও তারা একজন যাত্রীকে পান, যিনি টিকিট ছাড়া রেলের স্টাফকে টাকা দিয়ে ভ্রমণ করেন। 

যাত্রীদের  কাছ থেকে বিনা টিকিটে অর্থ আদায়, যাত্রীদের সঙ্গে আনসার সদস্যদের দুর্ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম দেখতে পায় দুদকের দলটি। তারা ছদ্মবেশে বিভিন্ন অনিয়মের ভিডিও, স্থিরচিত্র, বিনা টিকিটে ভ্রমণকারী ব্যক্তিকে সঙ্গে নিয়ে কমলাপুর রেল স্টেশনের দ্বায়িত্বপ্রাপ্ত স্টেশন ম্যানেজারকে অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং সাধারণ যাত্রীদের এসব হয়রানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের এই কর্মকর্তা।