০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কার কমিশন: ১৬টি বাস্তবায়িত, ৮৫টি চলমান

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ১৬০১৮ Time View

দুর্নীতি দমন ও প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন খাতের উন্নয়নের লক্ষ্যে গঠিত ১১টি সংস্কার কমিশনের মধ্যে প্রতিটি তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিয়েছে। এসব প্রতিবেদনে উঠে আসা ১২১টি বাস্তবায়নযোগ্য সুপারিশের মধ্যে ১৬টি ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে, আর ৮৫টি সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “১১টি সংস্কার কমিশনের রিপোর্ট থেকে আইন উপদেষ্টা আশু বাস্তবায়নযোগ্য হিসেবে ১২১টি সুপারিশ চিহ্নিত করেছেন। এর মধ্যে ১৬টি পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। ৮৫টি বাস্তবায়নের কাজ চলছে। ১০টি সুপারিশ আংশিক বাস্তবায়িত হয়েছে এবং বাকি ১০টি সুপারিশ বাস্তবায়নযোগ্য কি না তা এখনো বিবেচনাধীন রয়েছে।”

এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়, যা দুপুরের দিকে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মেয়াদে সচিবালয়ে এটি উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক।

বৈঠক উপলক্ষে সচিবালয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে সচিবালয়ের ১ নম্বর গেট ছাড়া সব গেট বন্ধ রাখা হয় এবং সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একাধিক সংস্কার কমিশন গঠন করে। দুর্নীতি দমন, জনপ্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, স্থানীয় সরকারসহ নানা বিষয়ে এসব কমিশন কাজ করে সুপারিশ প্রণয়ন করেছে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সংস্কার কমিশন: ১৬টি বাস্তবায়িত, ৮৫টি চলমান

সময়ঃ ১২:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

দুর্নীতি দমন ও প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন খাতের উন্নয়নের লক্ষ্যে গঠিত ১১টি সংস্কার কমিশনের মধ্যে প্রতিটি তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিয়েছে। এসব প্রতিবেদনে উঠে আসা ১২১টি বাস্তবায়নযোগ্য সুপারিশের মধ্যে ১৬টি ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে, আর ৮৫টি সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “১১টি সংস্কার কমিশনের রিপোর্ট থেকে আইন উপদেষ্টা আশু বাস্তবায়নযোগ্য হিসেবে ১২১টি সুপারিশ চিহ্নিত করেছেন। এর মধ্যে ১৬টি পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। ৮৫টি বাস্তবায়নের কাজ চলছে। ১০টি সুপারিশ আংশিক বাস্তবায়িত হয়েছে এবং বাকি ১০টি সুপারিশ বাস্তবায়নযোগ্য কি না তা এখনো বিবেচনাধীন রয়েছে।”

এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়, যা দুপুরের দিকে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মেয়াদে সচিবালয়ে এটি উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক।

বৈঠক উপলক্ষে সচিবালয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে সচিবালয়ের ১ নম্বর গেট ছাড়া সব গেট বন্ধ রাখা হয় এবং সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একাধিক সংস্কার কমিশন গঠন করে। দুর্নীতি দমন, জনপ্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, স্থানীয় সরকারসহ নানা বিষয়ে এসব কমিশন কাজ করে সুপারিশ প্রণয়ন করেছে।