প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তার স্বজনকে ব্যবসায়ী সাজিয়ে ইউসিবিএল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী–বোনসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শোয়াইব ইবনে আলম বাদী হয়ে চট্টগ্রাম কার্যালয়ে এই মামলা করেন।
মামলায় সাইফুজ্জামানের পাশাপাশি স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, বোন রোকসানা জামান চৌধুরী ও আফরোজা জামান চৌধুরীকে আসামি করা হয়েছে।