০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের ২০ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ১৬০১৭ Time View

দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ জানিয়েছে, এই অভিযুক্তদের কাউকেই ক্ষমা করা হবে না।

তাদের এমন বিচার করা হবে, যা সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

এর আগে গত বুধবার রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীকে ইরান ফাঁসিতে ঝুলিয়েছে। অভিযোগ ছিল— তিনি অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য দখলদার ইসরায়েলের হাতে তুলে দিয়েছিলেন। ওই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে সাংবাদিকদের জানান, গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও ২০ জনকে আটক করা হলেও প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে প্রমাণ মিলেছে, তাদের প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, বিচার বিভাগ গুপ্তচর ও ইহুদিবাদী এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমাশীলতা দেখাবে না। কঠোর বিচারের মাধ্যমে তাদের শাস্তি সবার জন্য উদাহরণ হয়ে থাকবে। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

গত জুনে ইসরায়েল ইরানের ভেতরে অতর্কিত হামলা চালায়। গুপ্তচরদের সহায়তায় ওই হামলায় কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়।

পরে দুই সপ্তাহব্যাপী ইসরায়েল-ইরান যুদ্ধ হয়। যুদ্ধ শেষে ইসরায়েলি গুপ্তচরদের ধরতে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করে তেহরান। আটক ব্যক্তিদের দ্রুত বিচার করে ফাঁসিতে ঝুলাচ্ছে ইরান। শুধু গত কয়েক মাসেই দেশটিতে অন্তত আটজন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ইসরায়েলের ২০ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

সময়ঃ ১২:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ জানিয়েছে, এই অভিযুক্তদের কাউকেই ক্ষমা করা হবে না।

তাদের এমন বিচার করা হবে, যা সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

এর আগে গত বুধবার রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীকে ইরান ফাঁসিতে ঝুলিয়েছে। অভিযোগ ছিল— তিনি অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য দখলদার ইসরায়েলের হাতে তুলে দিয়েছিলেন। ওই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে সাংবাদিকদের জানান, গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও ২০ জনকে আটক করা হলেও প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে প্রমাণ মিলেছে, তাদের প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, বিচার বিভাগ গুপ্তচর ও ইহুদিবাদী এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমাশীলতা দেখাবে না। কঠোর বিচারের মাধ্যমে তাদের শাস্তি সবার জন্য উদাহরণ হয়ে থাকবে। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

গত জুনে ইসরায়েল ইরানের ভেতরে অতর্কিত হামলা চালায়। গুপ্তচরদের সহায়তায় ওই হামলায় কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়।

পরে দুই সপ্তাহব্যাপী ইসরায়েল-ইরান যুদ্ধ হয়। যুদ্ধ শেষে ইসরায়েলি গুপ্তচরদের ধরতে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করে তেহরান। আটক ব্যক্তিদের দ্রুত বিচার করে ফাঁসিতে ঝুলাচ্ছে ইরান। শুধু গত কয়েক মাসেই দেশটিতে অন্তত আটজন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।