০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানে ৩৯০ বোতল বিদেশি মদ-গাড়িসহ গ্রেপ্তার ২

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:১৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১৬০৩৫ Time View
বিদেশি মদসহ গ্রেপ্তার দুজন।

ঢাকা: রাজধানীর গুলশানে ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানা।

শুক্রবার (৮ আগস্ট) দিনগত রাত ৪টায় গুলশান-২ এর ১১১ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে এসব বিদেশি মদ ও গাড়িসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, আব্দুল কুদ্দুস আলী (২৮) ও জাহিদ বালি ওরফে অপু (৪০)।

শনিবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গুলশান থানার বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার রাতে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের একটি বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদের চালান গুলশানের বাইরে নিয়ে যাওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে টহল পুলিশ ওই সড়কে কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে একটি প্রাইভেটকার ও একটি জিপ সন্দেহজনক বাসা থেকে বের হলে পুলিশ গাড়ি দুটিকে থামার নির্দেশ দেয়। এ সময় প্রাইভেটকারটি পুলিশের সিগন্যাল অমান্য করে কৌশলে পালিয়ে গেলেও পুলিশ ১১১ নম্বর সড়কে জিপটি থামাতে সক্ষম হয়। পরে ওই জিপ তল্লাশি করে বিশেষ কায়দায় রক্ষিত ৫৮টি কার্টুনে বিভিন্ন ব্র্যান্ডের ৩৯০ বোতল বিদেশি মদসহ গাড়িতে থাকা কুদ্দুস ও অপুকে গ্রেপ্তার করে। এছাড়া অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত জিপটি জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান।

এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

গুলশানে ৩৯০ বোতল বিদেশি মদ-গাড়িসহ গ্রেপ্তার ২

সময়ঃ ১২:১৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
বিদেশি মদসহ গ্রেপ্তার দুজন।

ঢাকা: রাজধানীর গুলশানে ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানা।

শুক্রবার (৮ আগস্ট) দিনগত রাত ৪টায় গুলশান-২ এর ১১১ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে এসব বিদেশি মদ ও গাড়িসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, আব্দুল কুদ্দুস আলী (২৮) ও জাহিদ বালি ওরফে অপু (৪০)।

শনিবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গুলশান থানার বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার রাতে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের একটি বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদের চালান গুলশানের বাইরে নিয়ে যাওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে টহল পুলিশ ওই সড়কে কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে একটি প্রাইভেটকার ও একটি জিপ সন্দেহজনক বাসা থেকে বের হলে পুলিশ গাড়ি দুটিকে থামার নির্দেশ দেয়। এ সময় প্রাইভেটকারটি পুলিশের সিগন্যাল অমান্য করে কৌশলে পালিয়ে গেলেও পুলিশ ১১১ নম্বর সড়কে জিপটি থামাতে সক্ষম হয়। পরে ওই জিপ তল্লাশি করে বিশেষ কায়দায় রক্ষিত ৫৮টি কার্টুনে বিভিন্ন ব্র্যান্ডের ৩৯০ বোতল বিদেশি মদসহ গাড়িতে থাকা কুদ্দুস ও অপুকে গ্রেপ্তার করে। এছাড়া অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত জিপটি জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান।

এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।