চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাইপাস এলাকায় প্রাইভেটকারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
বুধবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট আলাউদ্দিন বাংলানিউজকে জানান, সাতকানিয়াগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এমআর/টিসি
Sangbad365 Admin 














