০২:০২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ম্যানচেস্টারের শ্রোতাদের ভালোবাসায় সিক্ত চিরকুট

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১৬০১৩ Time View

যুক্তরাজ্যের ম্যানচেস্টার মাতাল দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। গেল ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজম্যান্ড কলেজের আবারনা ক্যাম্পাসে সামারফেস্ট ২০২৫ এ আমন্ত্রিত হয়ে অংশ নেয় চিরকুট।

পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এ আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসীরাও। চিরকুটের প্রকাশিত একাধিক রিলে দেখা যায় গানের তালে নেচে গেয়ে সবাই উৎসবে মেতেছেন।

ব্যান্ডের পক্ষ থেকে ম্যানচেস্টার থেকে শারমিন সুলতানা সুমি জানান, জাদুর শহর, মরে যাবো, কানামাছি গানে প্রবাসীরা একসঙ্গে কণ্ঠ মিলিয়েছে।

সুমি বলেন, খুবই কালারফুল একটা ফেস্টিভ্যাল হয়েছে। অনেক প্রবাসী বাংলাদেশিরা এসেছিলেন যারা চিরকুটকে ভালোবাসেন। একসঙ্গে গেয়েছি। আলাদা করে সবাই এপ্রিশিয়েট করেছে। আমরা ১৪-১৫ বছর ধরে দেশের বাইরে গান করছি। খুবই ভালো লাগে এ ধরণের আয়োজনে বাংলা গানকে প্রতিনিধিত্ব করতে, ছড়িয়ে দিতে। ম্যানচেষ্টার চিরকুটকে ভালোবাসল।

সম্প্রতি ব্যান্ড চিরকুট তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ নামের একটি নতুন অ্যালবাম প্রকাশ করেছে। অ্যালবামের দশটি গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি নিজেই। অ্যালবামটি স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিকসহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে এখন শোনা যাচ্ছে।

অ্যালবামটির প্রথম গান ‘দামি’-এর একটি ভিডিও গানও প্রকাশিত হয়েছে। গানটি চিরকুটের শ্রোতামহলে দারুণ সাড়া ফেলেছে। যার প্রমাণ মিলেছ সুদূর যুক্তরাজ্যেও।

একসঙ্গে গেয়েছি আমাদের জন্যপ্রিয় গানগুলো। তবে, সবচেয়ে অবাক করেছে আমাদের নতুন অ্যালবাম এর ‘দামি’ গানটি অনেকেরই শোনা হয়ে গেছে ইতোমধ্যেই। সবাই খুব পছন্দ করেছেন। আমরা দারুণ আপ্লুত শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়ে-যোগ করেন সুমি।  

চিরকুট জানায়, দেশে ফিরেই নতুন অ্যালবাম ঘিরে কনসার্টের পরিকল্পনা করছে দলটি। পাশপাশি নতুন অ্যালবামের কাজও শুরু হয়েছে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ম্যানচেস্টারের শ্রোতাদের ভালোবাসায় সিক্ত চিরকুট

সময়ঃ ১২:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

যুক্তরাজ্যের ম্যানচেস্টার মাতাল দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। গেল ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজম্যান্ড কলেজের আবারনা ক্যাম্পাসে সামারফেস্ট ২০২৫ এ আমন্ত্রিত হয়ে অংশ নেয় চিরকুট।

পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এ আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসীরাও। চিরকুটের প্রকাশিত একাধিক রিলে দেখা যায় গানের তালে নেচে গেয়ে সবাই উৎসবে মেতেছেন।

ব্যান্ডের পক্ষ থেকে ম্যানচেস্টার থেকে শারমিন সুলতানা সুমি জানান, জাদুর শহর, মরে যাবো, কানামাছি গানে প্রবাসীরা একসঙ্গে কণ্ঠ মিলিয়েছে।

সুমি বলেন, খুবই কালারফুল একটা ফেস্টিভ্যাল হয়েছে। অনেক প্রবাসী বাংলাদেশিরা এসেছিলেন যারা চিরকুটকে ভালোবাসেন। একসঙ্গে গেয়েছি। আলাদা করে সবাই এপ্রিশিয়েট করেছে। আমরা ১৪-১৫ বছর ধরে দেশের বাইরে গান করছি। খুবই ভালো লাগে এ ধরণের আয়োজনে বাংলা গানকে প্রতিনিধিত্ব করতে, ছড়িয়ে দিতে। ম্যানচেষ্টার চিরকুটকে ভালোবাসল।

সম্প্রতি ব্যান্ড চিরকুট তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ নামের একটি নতুন অ্যালবাম প্রকাশ করেছে। অ্যালবামের দশটি গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি নিজেই। অ্যালবামটি স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিকসহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে এখন শোনা যাচ্ছে।

অ্যালবামটির প্রথম গান ‘দামি’-এর একটি ভিডিও গানও প্রকাশিত হয়েছে। গানটি চিরকুটের শ্রোতামহলে দারুণ সাড়া ফেলেছে। যার প্রমাণ মিলেছ সুদূর যুক্তরাজ্যেও।

একসঙ্গে গেয়েছি আমাদের জন্যপ্রিয় গানগুলো। তবে, সবচেয়ে অবাক করেছে আমাদের নতুন অ্যালবাম এর ‘দামি’ গানটি অনেকেরই শোনা হয়ে গেছে ইতোমধ্যেই। সবাই খুব পছন্দ করেছেন। আমরা দারুণ আপ্লুত শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়ে-যোগ করেন সুমি।  

চিরকুট জানায়, দেশে ফিরেই নতুন অ্যালবাম ঘিরে কনসার্টের পরিকল্পনা করছে দলটি। পাশপাশি নতুন অ্যালবামের কাজও শুরু হয়েছে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।