মাদারীপুর: মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক গণভোজের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন-জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু এবং খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম খোকন।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে পৌর শহরের ইটেরপুল এলাকায় মিঠুর বাড়ি থেকে মিঠু ও খোকনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাজী সাহাদাত হোসেন মিঠুর বাড়িতে দোয়া ও গণভোজনের আয়োজন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন- এমন তথ্য ছিল পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের নামে একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এসআই
Sangbad365 Admin 





